মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোডের ইউটার্নে একের পর ঝড়ছে তাজা প্রাণ

সদর দক্ষিণ প্রতিনিধি :
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোড সংলগ্ন উত্তর রামপুরস্থ পল্লী বিদ্যুৎ অফিসের সামনে অপরিকল্পিত ভাবে গড়ে ওঠা ইউটার্নটি বর্তমানে মরণ ফাঁদে পরিণত হয়েছে। এ ইউটার্ণটিতে প্রায় প্রতিদিন’ই ঘটছে ভয়াবহ দূর্ঘটনা। একের পর এক ঝড়ছে তাজা প্রাণ। এই ইউটার্নের কথা শুনলেই সড়কে চলাচলকারী যাত্রীরা আতংকিত হয়ে ওঠে। ইউটার্নটি এতটা’ই বিপজ্জনক যে কোন মূহুর্তে ঘটতে পারে সড়ক দূর্ঘটনা, আর এখানে দূর্ঘটনা মানেই অনেকটা নিশ্চিত মৃত্যু। দূর্ঘটনায় মহান প্রভুর অশেষ কৃপায় ভাগ্যে বেঁচে গেলেও জীবনের বাকিটা সময় পঙ্গুত্ববরণ কে মেনে নিতে হয় অনেকের’ই। এই মরণ ফাঁদ থেকে পরিত্রান চেয়ে বিষয়টি সমাধানে যথাযথ কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগি পরিবারের সদস্য ও উত্তর রামপুর,পদুয়ার বাজার বিশ^রোড এলাকাবাসি সহ সড়কে চলাচলকারী যাত্রী সাধারণ। এদিকে গত ১৮ ফেব্রয়ারী মঙ্গলবার রাতে বাড়ি ফেরার সময় গাড়ি চাপায় নির্মমভাবে মৃত্যু হয় উত্তর রামপুর মধ্যমপাড়ার আব্দুর রাজ্জাকের। এ মুত্যুতে পুরো এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। অপরিকল্পিত ভাবে গড়ে ওঠা ইউটার্নটির দূর্ঘটনায় আব্দুর রাজ্জাকের মৃত্যুতে চরম ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসি। এছাড়াও গত বছরের ১৫ সেপ্টেম্বর ইউটার্নটিতে বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৩ ছাত্রলীগ নেতার তাজা প্রাণ ঝড়ে যাওয়া এবং এর এক সপ্তাহের ব্যবধানে ২২ সেপ্টেম্বর রবিবার বিকেল ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী সহ ২জন নিহত হয়েছে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!