আরিফ গাজী :
কুমিল্লার মুরাদনগরে ৮০ কেজি গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। এ সময় তাদের সাথে থাকা দুইটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।
বুধবার দিবাগত রাতে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আন্দিকুট ইউনিয়নের পাক দেওড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা বি-বাড়িয়া জেলার কসবা থানার কামালপুর গ্রামের মো: রফিক সরকারের ছেলে সিএনজি চালক সোহেল মিয়া (২২), জাজিসার গ্রামের মৃত হারুন মিয়ার ছেলে সিএনজি চালক রাসেল মিয়া ওরফে সিজান আহম্মেদ (৩০) ও একই গ্রামের হাসান আলীর ছেলে আবু বক্কর ছিদ্দিক লিপু (২৪)।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন চৌধুরী জানান, পার্শ্ববর্তী জেলার কুটি চৌমুহনী এলাকা থেকে মাদক ব্যবসায়ীরা গাঁজাসহ দুইটি সিএনজি নিয়ে আন্দিকুট ইউনিয়নের পাক দেওড়া এলাকায় অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
এ সময় ৮০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।