মুরাদনগরে অগ্নি নির্বাপক যন্ত্র পরিচালনায় প্র্যাকটিক্যাল জ্ঞান অর্জন প্রশিক্ষন প্রদান
- তারিখ : ০৭:১৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১
- / 411
আরিফ গাজী :
ফায়ার ফাইটিং শীর্ষক শিরোনামে অগ্নি নির্বাপক যন্ত্র পরিচালনায় প্র্যাকটিক্যাল জ্ঞান অর্জনে এক প্রশিক্ষন কর্মসূচি পালন করেছে কুমিল্লার মুরাদনগর সাব জোনাল পল্লী বিদ্যুৎ অফিস।
মঙ্গলবার সকালে মুরাদনগর সাব জোনাল পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম ফরিদ উদ্দিনের তত্ত্বাবধানে উপজেলার সাতমোড়ায় (মুরাদনগর-২ ইনডোর) উপকেন্দ্রে মুরাদনগর, কোম্পানীগঞ্জ ও বাঙ্গরা বাজার থানার সাব জোনাল পল্লী বিদ্যুৎ অফিসের সদস্যদেরকে এ প্রশিক্ষন প্রদান করেন উপজেলা ফায়ার সার্ভিস।
লিডার এস এম শামীমের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, ফায়ারফাইটা নুর আলম, মাইনুদ্দিন, সাইদুর রহমান, কাজী ফয়সাল, সাজ্জাদ হোসেন, শাফি হাসান, লাইনম্যান নাজমুল হাসান, রবিউল আলম, হারুন-অর-রশিদ, মাজহারুল ইসলাম, আব্দুল আল মামুন, মুজাহিদ হোসেন মোল্লাা, আব্দুর রউফ, আল আমিন, সাইদুর রহমান, আতাউর রহমান, হাসু আহমেদ, আল আমিন, সাইফুল ইসলাম প্রমুখ।