০৯:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হানিফ ফ্লাইওভারে বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ২ লালমাইয়ে বিয়ের নাম ভাঙ্গিয়ে মারধর ও লুটপাটের ঘটনায় থানায় মামলা কুমিল্লা সদর দক্ষিণের ব্যবসায়ী দুলালকেখুন্তি দিয়ে কুপিয়ে হত্যা ভাড়াটিয়া সুমি কুমিল্লার বেলতলীতে পিকআপ চাপায় পথচারী নিহত বিতর্কের মুখে সংসদের নির্বাচনী এলাকা সীমানা নির্ধারণ কারিগরি কমিটি কুমিল্লা সদর দক্ষিণে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহন অনুষ্ঠান অপরাধী যে দলেরই হোক, কোনো ছাড় নেই- ওসি মোহাম্মদ সেলিম কুমিল্লা সদর দক্ষিণে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ ইয়ংস্টার সোশ্যাল অর্গানাইজেশন এর সদর দক্ষিন উপজেলার কমিটি গঠন নতুন পুরাতন বুঝি না,ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে-ডা. শফিকুর রহমান

মুরাদনগরে অপহৃত শিশু ৭২ ঘন্টার মধ্যে উদ্ধার আটক ১

  • তারিখ : ০৯:৪৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মার্চ ২০২১
  • / 1926

আরিফ গাজী।।

কুমিল্লার মুরাদনগরে অপহরণ হওয়া ৭ বছর বয়সী এক শিশুকে ৭২ ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ মার্চ) দুপুর ১২টার দিকে জেলার চান্দিনা উপজেলার কুটুমপুর এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এর আগে তথ্য প্রযুক্তির ব্যবহার করে অপহরণের সাথে জড়িত থাকা আরিফুল ইসলাম নামের এক যুবক কে গ্রেফতার করেছে পুলিশ। আরিফুল ইসলাম (২৫) উপজেলার কাজিয়াতল গ্রামের মৃত আঃ রাজ্জাকের ছেলে। অপরদিকে অপহৃত শিশু গোলাম মোর্শেদ (৭) একই গ্রামের আবদুল আলীমের ছেলে।

মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান জানান, গত বুধবার (২৪ মার্চ) দুপুর থেকে শিশু গোলাম মোর্শেদকে তার পরিবারের লোকজন খুজে না পেয়ে ওই দিন রাতেই মুরাদনগর থানায় এসে একটি নিখোজ ডায়রী করেন বাবা আব্দুল আলীম। পরদিন শিশুটির বাবার মোবাইলে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপন দাবি করে আরিফুল ইসলাম নামের ওই যুবক। ফোন করে মুক্তিপন চাওয়ার বিষয়টি মুরাদনগর থানা পুলিশকে অবহিত করলে সেই ফোন কলের সূত্র ধরে আরিফুল ইসলামকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী শুক্রবার দুপুরে জেলার চান্দিনা উপজেলার কুটুমপুর এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, ‘শিশুটির বাবা থানায় এসে শিশুটিকে নিয়ে যান। পাশাপাশি শিশুটির বাবা আব্দুল আলীম বাদী হয়ে আসামির বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতনের একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আসামীকে গ্রফতার দেখিয়ে শনিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।’

শেয়ার করুন

মুরাদনগরে অপহৃত শিশু ৭২ ঘন্টার মধ্যে উদ্ধার আটক ১

তারিখ : ০৯:৪৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মার্চ ২০২১

আরিফ গাজী।।

কুমিল্লার মুরাদনগরে অপহরণ হওয়া ৭ বছর বয়সী এক শিশুকে ৭২ ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ মার্চ) দুপুর ১২টার দিকে জেলার চান্দিনা উপজেলার কুটুমপুর এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এর আগে তথ্য প্রযুক্তির ব্যবহার করে অপহরণের সাথে জড়িত থাকা আরিফুল ইসলাম নামের এক যুবক কে গ্রেফতার করেছে পুলিশ। আরিফুল ইসলাম (২৫) উপজেলার কাজিয়াতল গ্রামের মৃত আঃ রাজ্জাকের ছেলে। অপরদিকে অপহৃত শিশু গোলাম মোর্শেদ (৭) একই গ্রামের আবদুল আলীমের ছেলে।

মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান জানান, গত বুধবার (২৪ মার্চ) দুপুর থেকে শিশু গোলাম মোর্শেদকে তার পরিবারের লোকজন খুজে না পেয়ে ওই দিন রাতেই মুরাদনগর থানায় এসে একটি নিখোজ ডায়রী করেন বাবা আব্দুল আলীম। পরদিন শিশুটির বাবার মোবাইলে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপন দাবি করে আরিফুল ইসলাম নামের ওই যুবক। ফোন করে মুক্তিপন চাওয়ার বিষয়টি মুরাদনগর থানা পুলিশকে অবহিত করলে সেই ফোন কলের সূত্র ধরে আরিফুল ইসলামকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী শুক্রবার দুপুরে জেলার চান্দিনা উপজেলার কুটুমপুর এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, ‘শিশুটির বাবা থানায় এসে শিশুটিকে নিয়ে যান। পাশাপাশি শিশুটির বাবা আব্দুল আলীম বাদী হয়ে আসামির বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতনের একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আসামীকে গ্রফতার দেখিয়ে শনিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।’