আরিফ গাজী :
“তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় কবি নজরুল মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলাউদ্দিন ভূঞা জনির সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায় কর্মকর্তা আব্দুল হাই।
কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধুরীর সঞ্চলনায় এ সময় তথ্য অধিকার, তথ্য-প্রযুক্তির বিভিন্ন সেবা ও সমস্যা বিষয়ক নানা প্রস্তাবনা তুলে ধরেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এনামুল হক, মুরাদনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলম আরিফ, কামাল্লা ইউপি চেয়ারম্যান আবুল বাশার খান, পীর কাশিমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন ভূঁইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেবেকা সুলতানা।
এ সময় তথ্য অধিকার সম্পর্কিত সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী অফিসার।
এ সময় আরো উপস্থিত ছিলেন, প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী ফরিদ উদ্দিন আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা কাজী মোঃ জিকরুর রহমান, একাডেমিক সুপারভাইজার কুহিনুর বেগম, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সেলিমগীর হোসেন, সমকাল পত্রিকার মুরাদনগর উপজেলা প্রতিনিধি বেলাল উদ্দিন আহাম্মদ, দেশ রূপান্তর ও ভোরের কলাম পত্রিকার প্রতিনিধি সফিকুল ইসলাম, সময়ের আলো পত্রিকার প্রতিনিধি ফাহাদ রহমান, বাংলাদেশ বুলেটিন পত্রিকার প্রতিনিধি আরিফ গাজী, বাংলার আলোড়ন পত্রিকার প্রতিনিধি ওসমান গনি সরকার,
রামচন্দ্রপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া খোকন, পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, যাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, ঘোড়াশাল আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, মোচাগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলামসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দ।