মুরাদনগরে ইভিএমে শিল্পী বেগমের ভোট দিলেন তাজু বেগম!

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার মুরাদনগরে একজন ভোট দিতে এসে দেখেন অন্যজন তার ভোট দিয়েছেন। ইভিএম পদ্ধতিতে এ সমস্যার কারণে হতাশা প্রকাশ করেছেন ওই নারী ভোটার। প্রিজাইজিং অফিসার বলছেন কারিগরি ত্রুটি। ইভিএম টিমকে অবগত করা হয়েছেন।

রামচন্দ্রপুর গ্রামের রবি হোসেনের স্ত্রী শিল্পী বেগম। তিনি বলেন, ইভিএম মেশিনে এনআইডি নম্বর দেওয়ার পর লেখা উঠেছে ‘তাজু বেগম ইতোপূর্বে আপনি ভোট প্রদান করেছেন’। কিন্তু আমি ভোট দিতে পারিনি। প্রিজাইজিং অফিসারকে জানিয়েছি। সমাধান হয়নি।

সহকারি প্রিজাইজিং অফিসার রশিদা আক্তার বলেন, আমরা চেষ্টা করেছি। টিস্যু দিয়ে হাত মুছে, আবার ট্রাই করেছি,হয়নি। প্রিজাইজিং অফিসারকে জানিয়েছি। এ বুথে ভোট গ্রহণের গতি কম। তিন ঘণ্টায় এক শ’ ভোট গ্রহণ করতে পারিনি। এখানে ৩৫৬ জন ভোটার আছেন।

রামচন্দ্রপুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইজিং অফিসার মো. মজিবুর রহমান বলেন, কারিগরি ত্রুটি। ইভিএম টিমকে অবগত করেছি। তারা সমাধান করবে।

কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল আলম জানান, বিকাল ৪টায় ভোট কেন্দ্রের ফটক বন্ধ হয়ে যাবে। যারা ৪টার পূর্বে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন, তাদের সবার ভোট গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, কুমিল্লার মুরাদনগরে ৬ষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন চলছে। উপজেলার একুশ ইউনিয়ন থেকে এবার চেয়ারম্যান পদে ১’শ ৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকল ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হচ্ছে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!