মুরাদনগরে কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে মেধা বৃত্তি প্রদান ও বৃক্ষরোপণ

আরিফ গাজী :

গ্রামের শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহী করতে ও  প্রতিযোগিতামূলক মনোভাব তৈরীর লক্ষ্যে মেধাবী শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি ও সনদ প্রদান করেছে কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামের কাজিয়াতল জনকল্যাণ ফোরাম।

শুক্রবার (৩০ জুন) সকালে কাজিয়াতল রহিম রহমান মোল্লা উচ্চ বিদ্যালয় মাঠে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে ‘মেধা বৃত্তি আলো’-২০২৩ নামে বৃত্তি প্রদান করা হয়েছে। 

প্রভাষক জাকির হোসেন ও সাবেক চেয়ারম্যান মোঃ শাহজাহানের সার্বিক তত্ত্বাবধানে এ সময় বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা থেকে প্রতিযোগিতায় অংশকারী শিক্ষার্থীদের মধ্য থেকে পঞ্চম শ্রেণীর ৮ জন, নবম শ্রেণীর ৮জন ও দশম শ্রেণীর ৮জন শিক্ষার্থীসহ মোট ২৪ জন মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে এক বছরের বৃত্তি হিসেবে ৫হাজার টাকা ও একটি করে ফলজ বৃক্ষ প্রদান করা হয়েছে।

তাছাড়া কাজিয়াতল ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি ইউনুস মুন্সির ব্যক্তিগত উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের মাঝে ১৬০ টি বাংলায় অনুবাদ কোরআন শরীফ উপহার হিসেবে প্রদান করা হয়েছে।

কাজিয়াতল জনকল্যাণ ফোরাম ও  রহিম রহমান মোল্লা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইঞ্জিনিয়ার রমিজ উদ্দিন সরকারের সভাপতিত্বে ও কাজিয়াতল জনকল্যাণ ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বাকী বিল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দারোরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন, সাবেক চেয়ারম্যান মোঃ শাহজাহান, জনকল্যাণ ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন মাস্টার, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, কাজিয়াতল ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি ইউনুস মুন্সী,

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ ইউনুস মিয়া, কোরের পাড় কলেজের সহকারী অধ্যাপক আব্দুল আউয়াল, মুরাদনগর ডি আর সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মনির হোসেন খান, শ্রীকাইন সরকারি কলেজের প্রভাষক জাকির হোসেন, কাজিয়াতল রহিম রহমান মোল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, কাজিয়াতল দাখিল মাদ্রাসার সুপার মোঃ মোস্তাফিজুর রহমান, কুমিল্লা পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ এনামুল হক, জনকল্যাণ ফোরামের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল ভূঁইয়াসহ শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে রহিম রহমান মোল্লা উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপনের মাধ্যমে কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে প্রায় ৫০০টি বিভিন্ন ফলজ ও ওষুধি গাছ রোপন কর্মসূচির কার্যক্রম শুরু করা হয়েছে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!