০৮:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পিস্তল নিয়ে গ্রেফতার হওয়া রাসেল সদর দক্ষিণ উপজেলা যুবদলের কেউ নয়- সায়েম মজুমদার  নাঙ্গলকোটে মহিলাদল আদ্রা উওর ইউনিয়ন কমিটি গঠন করার লক্ষে মহিলা সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লায় সুদের টাকা আদায়ে বৃদ্ধকে খুঁটিতে বেঁধে নির্যাতন কুমিল্লায় ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, পুলিশ হেফাজতে কিশোর কুমিল্লায় চাঁদাবাজবিরোধী অভিযানে হামলা, আহত ৩ পুলিশ সদস্য ইউসুফ মোল্লা টিপুকে নিয়ে আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে যৌথ বিবৃতি কুমিল্লায় যুবককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল কুমিল্লা সদর দক্ষিণে পিস্তলসহ যুবদল কর্মী আটক দুর্গাপূজায় ৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় হানিফ ফ্লাইওভারে বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ২

মুরাদনগরে কিছুতেই থামছে না অবৈধ ড্রেজার,বাধা দেয়ায় তহসিলদারকে মারধর

  • তারিখ : ০৫:৩৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
  • / 660

আরিফ গাজী :

কুমিল্লার মুরাদনগরে কিছুতেই থামছে না কৃষি জমি থেকে অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলন। বাধা দিতে গেলেই ঘটছে মারধরের মতো ঘটনাও। রবিবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পূর্বধইর পশ্চিম ইউনিয়নের কদমতলী গ্রামে অবৈধ ড্রেজার বন্ধ করতে গেলে মারধরের শিকার হন ওই ইউনিয়নের উপ-সহকারি ভূমি কর্মকর্তা রিয়াদ মাহমুদ (৪১)।

পরে এ বিষয়ে ওই দিন রাতে ৬ জনকে আসামী করে বাঙ্গরা বাজার থানায় মামলা দায়ের করেন তহসিলদার রিয়াদ। মামলা নং-০৯। মামলার এজাহারনামীয় দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতরা হলো উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কদমতলী গ্রামের জামির হোসেনের ছেলে রবিন মিয়া (২২),ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার কাশিপুর গ্রামের আবদুর রহিমের ছেলে জহিরুল (২৪)।

মামলার পলাতক আসামীরা হলো উপজেলার কদমতলী গ্রামের বাদল মাষ্টারের ছেলে পারভেজ ওরফে গোলাম সামদানী (৩০), খামারগ্রাম পশ্চিম পাড়ার বোরহান সরকারের ছেলে সাদ্দাম সরকার (৩৫), করিম মিয়ার ছেলে জুয়েল মিয়া (২৮) ও ড্রেজার মেশিনের লেবার ময়মনসিংহ জেলার সাদেকুল ইসলাম।

অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব ধইর পশ্চিম ইউনিয়নের কদমতলী বিলের স্থানীয় হুমায়ুন কবিরের কৃষি জমি থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিষেক দাশের নির্দেশে পূর্বধইর পশ্চিম ইউনিয়নের উপ-সহকারি ভূমি কর্মকর্তা রিয়াদ মাহমুদ ওই ড্রেজার মেশিনটি বন্ধ করতে ঘটনাস্থলে যায়। এক পর্যায় ড্রেজার মেশিনটি বন্ধ করার চেষ্টা করলে অভিযুক্তরা তহসিলদার রিয়াদ মাহমুদ ও তার অফিস সহায়ক অলি উল্লাহর উপর অতির্কিত হামলা চালিয়ে মারধর করে। পরে স্থানীয়দের সহাতায় সেখান থেকে উদ্ধার হয়ে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা নেয় তারা।

খবর নিয়ে জানা যায়, উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নেই চলছে এসব অবৈধ ড্রেজার মেশিন। অধিকাংশ ক্ষেত্রেই ড্রেজার মালিকরা ক্ষমতাধর হওয়ায় অভিযান পরিচালনা করেও এসব অবৈধ ড্রেজার মেশিন বন্ধ করতে পারছে না প্রশাসন। অভিযান পরিচালনা করার কয়েকদিন ব্যবধানে আবারো বেপরোয়া ভাবে কৃষি জমি থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে শুরু হয় মাটি উত্তোলন। ফলে ভয়াবহ হুমকির মুখে উপজেলা সকল কৃষি জমি।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, এই ঘটনায় তাৎক্ষনিক অভিযান চালিয়ে হামলাকারীদের দুইজনকে আটক করতে সক্ষম হই। থানায় মামলা রেকর্ড করা হয়েছে। আটককৃতদের সোমবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

মুরাদনগরে কিছুতেই থামছে না অবৈধ ড্রেজার,বাধা দেয়ায় তহসিলদারকে মারধর

তারিখ : ০৫:৩৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২

আরিফ গাজী :

কুমিল্লার মুরাদনগরে কিছুতেই থামছে না কৃষি জমি থেকে অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলন। বাধা দিতে গেলেই ঘটছে মারধরের মতো ঘটনাও। রবিবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পূর্বধইর পশ্চিম ইউনিয়নের কদমতলী গ্রামে অবৈধ ড্রেজার বন্ধ করতে গেলে মারধরের শিকার হন ওই ইউনিয়নের উপ-সহকারি ভূমি কর্মকর্তা রিয়াদ মাহমুদ (৪১)।

পরে এ বিষয়ে ওই দিন রাতে ৬ জনকে আসামী করে বাঙ্গরা বাজার থানায় মামলা দায়ের করেন তহসিলদার রিয়াদ। মামলা নং-০৯। মামলার এজাহারনামীয় দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতরা হলো উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কদমতলী গ্রামের জামির হোসেনের ছেলে রবিন মিয়া (২২),ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার কাশিপুর গ্রামের আবদুর রহিমের ছেলে জহিরুল (২৪)।

মামলার পলাতক আসামীরা হলো উপজেলার কদমতলী গ্রামের বাদল মাষ্টারের ছেলে পারভেজ ওরফে গোলাম সামদানী (৩০), খামারগ্রাম পশ্চিম পাড়ার বোরহান সরকারের ছেলে সাদ্দাম সরকার (৩৫), করিম মিয়ার ছেলে জুয়েল মিয়া (২৮) ও ড্রেজার মেশিনের লেবার ময়মনসিংহ জেলার সাদেকুল ইসলাম।

অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব ধইর পশ্চিম ইউনিয়নের কদমতলী বিলের স্থানীয় হুমায়ুন কবিরের কৃষি জমি থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিষেক দাশের নির্দেশে পূর্বধইর পশ্চিম ইউনিয়নের উপ-সহকারি ভূমি কর্মকর্তা রিয়াদ মাহমুদ ওই ড্রেজার মেশিনটি বন্ধ করতে ঘটনাস্থলে যায়। এক পর্যায় ড্রেজার মেশিনটি বন্ধ করার চেষ্টা করলে অভিযুক্তরা তহসিলদার রিয়াদ মাহমুদ ও তার অফিস সহায়ক অলি উল্লাহর উপর অতির্কিত হামলা চালিয়ে মারধর করে। পরে স্থানীয়দের সহাতায় সেখান থেকে উদ্ধার হয়ে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা নেয় তারা।

খবর নিয়ে জানা যায়, উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নেই চলছে এসব অবৈধ ড্রেজার মেশিন। অধিকাংশ ক্ষেত্রেই ড্রেজার মালিকরা ক্ষমতাধর হওয়ায় অভিযান পরিচালনা করেও এসব অবৈধ ড্রেজার মেশিন বন্ধ করতে পারছে না প্রশাসন। অভিযান পরিচালনা করার কয়েকদিন ব্যবধানে আবারো বেপরোয়া ভাবে কৃষি জমি থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে শুরু হয় মাটি উত্তোলন। ফলে ভয়াবহ হুমকির মুখে উপজেলা সকল কৃষি জমি।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, এই ঘটনায় তাৎক্ষনিক অভিযান চালিয়ে হামলাকারীদের দুইজনকে আটক করতে সক্ষম হই। থানায় মামলা রেকর্ড করা হয়েছে। আটককৃতদের সোমবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।