মুরাদনগরে চার ইটভাটাকে জরিমানা

আরিফ গাজী :

কুমিল্লার মুরাদনগর উপজেলায় চারটি ইটভাটাকে ৯ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমান এর আদেশক্রমে উপজেলার নবীপুর পূর্ব, মুরাদনগর সদর এবং ছালিয়াকান্দি ইউনিয়নের বিভিন্ন স্থানে দিনব্যাপী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপা।

এ সময় অননুমোদিত মাটি সংগ্রহ ও নিষিদ্ধ এলাকায় ইট ভাটা স্থাপন এর অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর বিভিন্ন ধারায় মেসার্স এফ আলি ব্রিক্সকে ৫০ হাজার, নিউ জনতা ব্রিক্সকে ৩ লক্ষ, মেসার্স এম বি সি ব্রিক্সকে ৩ লক্ষ এবং মুক্তা ব্রিক্সকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন, জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মোঃ রায়হান মোর্শেদ, বিএসটিআই এর সহকারী পরিচালক(সিএম) মোঃ শাহদত হোসেন, বিএসটিআই এর পরিদর্শক (মেট্টোলজি) মোঃ লুৎফর রহমান, মুরাদনগর ফায়ার সার্ভিসের সিনিয়র ফায়ার ফাইটার মোঃ নূরে আলম, মুরাদনগর থানার এসআই মোঃ আরিফুর রহমান ও মো: আমিনুর রহমান, কনস্টেবল মাহবুব, সালাউদ্দিন ও ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!