মুরাদনগরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন
- তারিখ : ১২:৪০:৪২ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩
- / 354
আরিফ গাজী :
“সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন” এই প্রতিপাদ্য কে সামনে রেখে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে সারা দেশের ন্যায় র্যালি ও আলোচনা সভা করেছে মুরাদনগর উপজেলা প্রশাসন।
রবিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কবি নজরুল মিলনায়তনে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলাউদ্দিন ভূঞা জনীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ নাজমুল হুদা।
গোলাম মোস্তফা এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী রায়হানুল আলম চৌধুরী, প্রানী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী ফরিদ আহাম্মদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুম বিল্লাহ, মুরাদনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলম আরিফ, শিক্ষক তাজুল ইসলাম প্রমুখ।