মুরাদনগরে ট্রাক চাপায় প্রাণ গেল শিক্ষার্থীর

আরিফ গাজী :

কুমিল্লার মুরাদনগরে গোমতা ইসহাকিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী সাদিয়া আক্তার(১৫) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক চাপায় নিহত হয়েছেন। শনিবার (২৯ অক্টোবর) বেলা ১১ টায় মহাসড়কের চান্দিনা অংশে এই দূর্ঘটনা ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুন্সী সাঈফ আহমেদ মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন।

নিহত সাদিয়া চান্দিনা উপজেলার তীরচর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে।

জানা যায়, প্রতিদিনের মত কোচিংয়ে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অতিক্রম করার সময় বেপরোয়া একটি ট্রাক তাকে চাপা দেয়।এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।

ঘটনার পর সাড়ে ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। এতে করে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ যান চলাচল স্বাভাবিক করেন।

বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসীর দাবি, বিদ্যালয়ের সামনে একটি ফুট ওভারব্রিজ নির্মাণ করলে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব। শিক্ষার্থীরা প্রতিদিন ঝুঁকি নিয়ে মহাসড়ক অতিক্রম করে ক্লাস করতে আসে। কোনো ফুটভারব্রীজ না থাকায় শিক্ষার্থীরা বাধ্য হয়ে ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অতিক্রম করে স্কুলে আসতে হয়।

উল্লেখ্যঃ ২০১৮ সালের ৩০ জুলাই একই বিদ্যালয়ের শিক্ষার্থী আকলিমা আক্তার ঢাকা-চট্টগ্রামে মহাসড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ হারান।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
error: ধন্যবাদ!