শিরোনাম :
মুরাদনগরে ড্রেজার সহ ১৮ হাজার ফুট পাইপ বিনষ্ট করেছে ভ্রাম্যমান আদালত
- তারিখ : ১০:০৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪
- / 777
আরিফ গাজী :
কুমিল্লার মুরাদনগরে কৃষি জমি হতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় প্রায় ১৮ হাজার ফুট পাইপ এবং ২টি ড্রেজার মেশিন পরিবহন করা সম্ভব নয় বলে বিনষ্ট করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) বিকালে উপজেলার বাঙ্গরা পূর্ব ইউনিয়ন এর মকলিশপুর নামক স্থানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপা।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপা বলেন, আমরা অবৈধ ড্রেজারের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মেশিন, পাইপ জব্দসহ জেল ও জরিমানা করে আসছি। উপজেলার অসাধু ড্রেজার ব্যবসায়ী চক্রকে নির্মূল করার লক্ষ্যে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।