মুরাদনগরে দুই হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
- তারিখ : ০৩:৫৪:০৭ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১
- / 794
আরিফ গাজী, মুরাদনগর :
কুমিল্লার মুরাদনগরে দুইহাজার পিছ ইয়াবাসহ আবুল কালাম(৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাঙ্গরাবাজার থানা পুলিশ।
মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আমিননগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আবুল কালাম উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন আমিন নগরের মৃত ফিরোজ মিয়ার ছেলে।
জানা যায়, ইয়াবার বড় চালানের গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আমিননগর এলাকায় আবুল কালামের বাড়িতে ঘেরাও করে এসআই কৃষ্ণ মোহন, এএসআই হুমায়ুন ও এএসআই মনিরের প্রচেষ্টায় অভিযান পরিচালনা করে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করে আবুল কালামকে আটক করে বাঙ্গরাবাজার থানা পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) মীর আবিদুর রহমান জানান, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বাঙ্গরাবাজার থানায় মাদক মামলা রজু করা হয়েছে। পুলিশ সুপার জনাব ফারক আহম্মদের সার্বিক নির্দেশনা মোতাবেক কুমিল্লার থেকে মাদক নির্মূলের অংশ হিসেবে বাঙ্গরাবাজার থানা থেকে মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।