আরিফ গাজী :
কুমিল্লার মুরাদনগরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১টার দিকে মুরাদনগর থানা প্রশাসনের আয়োজনে থানা হল রুমে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে দিক নির্দেশনা মূলক এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী ইবনে জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার, মুরাদনগর সার্কেল পিযুষ চন্দ্র দাস।
মুরাদনগর থানার ওসি (তদন্ত) শরীফ ইবনে আলম এর সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, মুরাদনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলম আরিফ, মুরাদনগর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নিত্যানন্দ রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর রায়, পূজা উদযাপন কমিটির সাবেক সাধারণ সম্পাদক অরূপ নারায়ণ পোদ্দার পিংকু, পূর্ব ধৈইর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুকলাল দেবনাথ সহ মুরাদনগর থানার সকল ইউনিয়ন পর্যায়ের পূজা উদযাপন কমিটির সভাপতি সেক্রেটারি ও নেতৃবৃন্দ।