মুরাদনগরে নন এমপিও শিক্ষক-কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ

আরিফ গাজী ।।
কুমিল্লার মুরাদনগর উপজেলায় নন এমপিও কারিগরি মাদ্রাসা ও এবতেদায়ী মাদরাসার শিক্ষক এবং কর্মচারীদের অনুকূলে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দকৃত অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে চেক বিতরণ করেন, আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এফবিসিসিআই’র সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদারের সঞ্চালনায় চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হক, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নাহিদ আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম সাহেদ, উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি কেএম সারফিন শাহ্ প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার ৯টি প্রতিষ্ঠানের ৫৭ জন শিক্ষক ও ১৪ জন কর্মচারীদের মাঝে ৩ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
error: ধন্যবাদ!