মুরাদনগরে নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালন

আরিফ গাজী :

কুমিল্লার মুরাদনগরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এর মাধ্যমে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন সাংসদ আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ, মুরাদনগর উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, অফিসার্স ক্লাব, মুরাদনগর থানা, বাঙ্গরা বাজার থানা, মুরাদনগর উপজেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পরে বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে কবি নজরুল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলাউদ্দীন ভূঁঞা জনীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, এফবিসিসিআই’র সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ।

শিক্ষক জামাল উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হুদা, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলী, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন চৌধুরী, মুরাদনগর উপজেলা মুক্তিযোদ্ধা সাংসদের সাবেক কমান্ডার হারুনুর রশিদ,

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এনামুল হক, মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক আজিজুল বারী ইবনে জলিল, মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী ফরিদ আহম্মদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফওজিয়া আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার হাছান চিনু, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সরকার ও আরিফুল ইসলাম সাহেদ, ইউপি চেয়ারম্যান কাজী তুফরিজ এটন, ভিপি জাকির হোসেন প্রমুখ।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!