মুরাদনগরে ফ্রিজ-টিভি কাপ শর্ট পিচ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনালে অনুষ্ঠিত
- তারিখ : ০৭:৪৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১
- / 820
আরিফ গাজী মুরাদনগর:
কুমিল্লার মুরাদনগরে আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে সামাজিক সংগঠন রায়তলা ইয়াং ষ্টার ক্লাবের উদ্যোগে জে.ডি.এস ফ্রিজ-টিভি কাপ শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় আতশবাজির বর্ণিল আলোকচ্ছটায় ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে উপজেলার ধামঘর ইউনিয়নের রায়তলা হাফেজিয়া মাদ্রাসা মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জে.ডি.এস গ্রুপের স্বত্বাধিকারী মোঃ জাহাঙ্গীর আলম।
মোঃ জুয়েল রানার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষানুরাগী প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ মোখলেছুর রহমান, মুরাদনগর উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক সোহরাব হোসাইন বেলাল, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জামাল হোসেন।
মোঃ বিল্লাল হোসেনের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আলম মেম্বার, সাম্ভব্য মেম্বার প্রার্থী আলাউদ্দিন সরকার, জুয়েল সরকার, মোঃ ফখরুল ইসলাম, ডা: বাবুল মিয়া, আব্দুল জলিল মিয়া, মোঃ শহিদুল ইসলাম প্রমূখ।
ফাইনালে রায়তলা দ্যা বুম স্কোয়াট বনাম রায়তলা ব্রাদার্স স্পোটিং ক্লাবের মধ্যকার খেলায় ব্রাদার্স স্পোটিং ক্লাব প্রথমার্ধে ব্যাটিংয়ে নেমে ৬ অভারে ২৭ রান করতে সক্ষম হয়। দ্বিতীয়ার্ধে বুম স্কোয়াট ২৮ রান করে ২ উইকেটে জয়ী লাভ করে। পরে খেলার বিজয়ী ও রানার্সআপদের মাঝে পুরষ্কার তুলে দেন খেলার উপদেষ্টা ও পরিচালনা কমিটির সদস্যরা।