মুরাদনগরে বর্ণাঢ্য অয়োজনে কলেজের ভিত্তিপ্রস্তর ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আরিফ গাজী :
কুমিল্লার মুরাদনগর উপজেলার মোচাগড়া মডেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা ভবন উদ্বোধন হয়েছে। শনিবার দুপুরে এক জমকালো আয়োজনের মধ্যদিয়ে ওই উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ডাক্তার হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কালাম আজাদ তমাল, যুবলীগ কেন্দ্রিয় কমিটির সদস্য মোহাম্মদ ইসমাইল,

কলেজ প্রতিষ্ঠাতা শামীম মিয়া, ব্যবসায়ী সাইফুল করিম খান ইমন, ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন, কাজী আবুল খায়ের, আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগ সদস্য আরিফুল ইসলাম শাহেদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা তাজুল ইসলাম মামুন, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি সেলিম মুন্সী।

যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামের আশ-পাশের ১০ গ্রামের ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষার জন্য কোন কলেজ ছিল না। ফলে এসএসসি পাশ করার পরে অনেকে পড়ালেখা থামিয়ে দিয়ে অন্য পেশায় মনোনিবেশ করতেন।

বর্তমানে কলেজ প্রতিষ্ঠার উদ্যোগকে ঘিরে অভিভাবক, ছাত্রছাত্রীসহ গ্রামবাসীর মধ্যে এক উৎসবের আমেজ বিরাজ করছে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
error: ধন্যবাদ!