আরিফ গাজী, মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে মুজিব শতবর্ষ উপলক্ষে পশ্চিম সোনাউল্লাহ যুব সমাজের উদ্যোগে “১০০ বল ক্রিকেট টুর্ণামেন্ট ২০২১” এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে উপজেলার সদরের পশ্চিম সোনাউল্লাহ গ্রামে বঙ্গবন্ধু ফ্রেন্ডস একাদশ বনাম রামপুর ফাইজুল হক ক্রিকেট একাদশ এর মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ শাহজাহান মাষ্টার বিএসসি’র সভাপতিত্বে উপজেলা যুবলীগ নেতা রেজাউল করিম খানের পরিচালনায় খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ্ব আমির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আউয়াল সওদাগর, মাইনুদ্দিন সরকার, সোহেল আহমেদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, মোতালিব সরকার, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম, জয়নাল আবেদীন মেম্বার, প্রফেসর আল আমিন, আবু তাহের, ফারুক মিয়া, বজলুর রহমান মাষ্টার, কেনু মিয়া, মনিরুল হক মনু, গিয়াস উদ্দিন মুন্সি, আজহার আমিন, ডা. ইসহাক, মহিউদ্দিন মোল্লা, জাহাঙ্গীর আলম, সালাউদ্দিন আহমেদ, সফিকুল ইসলাম সফিক প্রমূখ।
ফাইনাল খেলায় প্রথমার্ধে বঙ্গবন্ধু ফ্রেন্ডস একাদশ টসে জিতে ৮ উইকেট হারিয়ে ১৪২ রান করতে সক্ষম হয়। দ্বিতীয়ার্ধের ফাইজুল হক ক্রিকেট একাদশ ব্যাটিংয়ে নেমে ৪ উইকেট হারিয়ে ১৪৩ রান করে ৭ উইকেটে জয়ী লাভ করে।
খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।