মুরাদনগরে সামসুল হক টিভি কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আরিফ গাজী।।

কুমিল্লার মুরাদনগরে উৎসব মূখর পরিবেশে আলহাজ্ব সামসুল হক স্পোটিং ক্লাবের উদ্যোগে টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আন্দিকোট ইউনিয়নের হায়দরাবাদ সামসুল হক কলেজ মাঠ প্রাঙ্গনে বি-বাড়িয়া জেলার কসবা উপজেলার শিমরাইল একাদশ বনাম মুরাদনগর উপজেলার আন্দিকোট একাদশের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়।

হক শিক্ষা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা আলহাজ্ব সামসুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমিন।

আলহাজ্ব সামসুল হক স্পোটিং ক্লাবের সভাপতি ফারুক সরকার মজিব, সাধারণ সম্পাদক সেলিম হায়দার ও সাংগঠনিক সম্পাদক মনির হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান হারুন আল রশিদ, কুমিল্লা উত্তর আওয়ামীলীগের সহ-সভাপতি আবু নাছের, আইন বিষয়ক সম্পাদক ও মুরাদনগর উপজেলা ভাইস চেয়্যারম্যান আবুল কালাম আজাদ তমাল, জাহানারা হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি বেগম জাহানারা হক, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম সারোয়ার চিনু, ইউপি চেয়ারম্যান ওমর ফারুক চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ জাকির হোসেন, বাঙ্গরা উপজেলা বাস্তবায়ন পরিষদের আহবায়ক ইঞ্জিনিয়ার মোঃ মনির খাঁন, অস্ট্রেলিয়া প্রবাসি আবুল হাসান ভূইয়া, বাঙ্গরা বাজার থানা যুবলীগের আহবায়ক নাইউম খাঁন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম রাজিব, সদস্য আফজালের নেছা বাসেত, সামসুল হক কলেজের পরিচালনা পরষদের সভাপতি রোকেয়া সুলতান হক রুজি, বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগের সভাপতি কাশেম, সাধারণ সম্পাদক নাজমুল আলম, রাসেল মিয়া, পারভেস মিয়া, বিল্লাল মিয়া, আবু হানিফ মিয়া, জসিম মিয়া, সুমন মাষ্টার প্রমূখ।

ফাইনালে শিমরাইল একাদশ বনাম আন্দিকোট একাদশ এর মধ্যকার খেলায় তুমুল হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর আন্দিকোট একাদশকে ১-০ গোলে হারায়। পরে খেলার বিজয়ী ও বিজিতদের মাঝে পুরষ্কার হিসেবে টিভি তুলে দেন খেলার আগত অতিথিবৃন্দ।

মাঠে খেলা পরিচালনা করেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রশিক্ষণ প্রাপ্ত রেফারি মোঃ জহির রায়হান, মোঃ নাছির উদ্দিন বিপ্লব, মোঃ রবিন মাষ্টার।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!