শিরোনাম :
মুরাদনগরে ৪দিনেও শনাক্ত হয়নি অজ্ঞাত লাশের পরিচয়
- তারিখ : ০৫:০৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২
- / 336
অরিফ গাজী :
কুমিল্লার মুরাদনগরে অজ্ঞাত লাশ উদ্ধারের ৪ দিনে শনাক্ত হয়নি পরিচয়। ৪ দিন আগে লাশটির ময়নাতদন্ত শেষে পরদিন রবিবার (২ অক্টোবর) লাশটি অজ্ঞাত হিসাবে আঞ্জুমান মফিদুল ইসলাম কুমিল্লা শাখার গোরস্থানে দাফন করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১ অক্টোবর সকালে মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের বাখরনগর এলাকার জাকিরের বাড়ীর সামনে রাস্তার উপর থেকে অজ্ঞাত লাশটি উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ৪০ বছর। সুরতহালে লাশের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া যায়।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, অজ্ঞাত লাশটির পরিচয় শনাক্তে দেশের সকল থানায় লাশের ছবিসহ ম্যাসেজ পাঠানোর পাশাপাশি সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে।