আরিফ গাজী , মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লা মুরাদনগরে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশ উত্তরণে জাতিসংঘ থেকে চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত হওয়ায় আনন্দ উদযাপনে মুরাদনগর থানা পুলিশের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে কেক কাটার মধ্যদিয়ে উপজেলা সদরের নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ আনন্দ উদযাপনের অনুষ্ঠানিকতা শুরু করা হয়।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মোঃ সাদেকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান।
বাঙ্গরা জিপিএস সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হারুন-অর-রশীদ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধুরী, সদর ইউপিথর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন ও ইউপি সদস্য মমতাজ বেগম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম রাজিব, সদস্য আফজালুন্নেছা বাসেত, শ্রীকাইল ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, ধামঘর ইউপি চেয়ারম্যান আবুল হাসেম, জাহাপুর ইউপি চেয়ারম্যান একেএম সফিকুল ইসলাম, দারোরা ইউপি চেয়ারম্যান শাহজাহান বিএসসি, ও জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি আহসান হাবিব শামিম, উপজেলা কৃষকলীগের আহবায়ক কামাল উদ্দিন খন্দকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি সফিক তুহিন, সাধারন সম্পাদক হাফিজ খান প্রমুখ।
আলোচনায় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষনের তাৎপর্য বিশ্লেষণ এবং উপস্থিত সকলকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে আয়ত্ত্ব করার জন্য আহব্বান জানান। পরে উপজেলা শিল্পকলা একাডেমির সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের মধ্যদিয়ে রাতে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।