মুরাদনগর টনকী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ মেম্বারদের

স্টাফ রিপোর্টার :
কুমিল্লা মুরাদনগর উপজেলার ২২ নং টনকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসাইনের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদে দূর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি ও নানা ধরনের অপ কর্মের অভিযোগ করেছে একই ইউনিয়ন পরিষদের এক মেম্বার। একই সাথে ইউনিয়ন পরিষদের সচিব জাকির হেসেনের বিরুদ্ধেও দূর্নীতির অভিযোগ করে।
বৃহস্পতিবার সকালে কুমিল্লার একটি পার্টি সেন্টারে সাংবাদিক সম্মোমলন করে ২২ নং টনকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে এ অভিযোগ করেন ২২ নং টনকী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ মজিবুর রহমান। এ সময় ইউনিয়নের বেশ কয়েকজন মেম্বার ও মহিলা মেম্বার উপস্থিত ছিলেন। সাংবাদিক সম্মেলনে অভিযোগের পর চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর এর কাছেও স্বারকলিপি দেন মেম্বার মোঃ মুজিবুর রহমান।
মেম্বার মোঃ মুজিবুর রহমান লিখিত অভিযোগে জানান, দীর্ঘ দিন ধরে চেয়ারম্যান মোঃ জাকির হোসাইন ও পরিষদের সচিব মিলে ইউনিয়ন পরিষদে নানা রকম দূর্নীতি করে আসছে। তিনি জানান, প্রতি মাসে মাসিক সভা না করে নিজের মতো করে সিদ্ধান্ত নেয় চেয়ারম্যান, ৬ থেকে ৭ মাস পর পর খালি রেজুলেশন বইয়ে মেম্বারদের স্বাক্ষর নিয়ে প্রকল্প পাশ করে নেন তিনি। ইউপি সদস্যদের সম্মানি ভাতা, ভুয়া প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ করেন। ভাতা ভোগিদের কাছ থেকেও জনপ্রতি তিনশত টাকা করে নেওয়ার অভিযোগ করে মেম্বাররা। ন্যায্য মুল্যের চাল নিজের মতো করে ভূয়া কার্ড তৈরি করে চেয়ারম্যান ও সচিব আত্মসাত করার অভিযোগ রয়েছে। এ সকল অনিয়মের অভিযোগ করলে মেম্বারদের হুমকি ও বিভিন্ন ভাবে হয়রানি করেন চেয়ারম্যান মোঃ জাকির হোসাইন ও পরিষদের সচিব জাকির হোসেন। এ অভিযোগের বিষয়ে চেয়ারম্যান মোঃ জাকির হোসাইন জানান, অভিযোগ গুলো সঠিক নয়। স্থানীয় সরকার মন্ত্রনারয় থেকে তদন্ত করে দেখার জন্য বলেন তিনি।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
error: ধন্যবাদ!