মুরাদনগর দিঘীরপাড় নূরুনছা মাদ্রাসায় হাফেজদের পাগড়ী প্রদান

আরিফ গাজী :
কুমিল্লার মুরাদনগর উপজলার বাঙ্গরা বাজার থানাধীন দিঘীরপাড় গ্রাম প্রতিষ্ঠিত দিঘীরপাড় নূরুনছা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় কারআন হাফজ ছাত্রদর পাগড়ী প্রদান উপলক্ষ ১৩তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহ্ফিল অনুষ্ঠিত হয়ছ।
বহস্পতিবার রাত মাদ্রাসা প্রঙ্গণ তাফসীরুল কুরআন মাহ্ফিল শষ দিঘীরপাড় নূরুনছা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ৮জন কারআন হাফজ ছাত্রক পাগড়ী প্রদান করা হয়।
মালয়শিয়ার পরাক আওয়ামীলীগর সভাপতি হাবিবুল্লাহ লিটনর সভাপতিত্ব মাহ্ফিল দুপুর ৩টা থক কুরআনর আলাক আলাচনা করন নাগাইশ দরবার শরীফর পীর মাওলানা মাস্তাক ফয়জী, সিলট হবিগঞ্জ থক আগত মাওলানা শুয়াইব আহমদ আশ্রাফী, ফরদাবাদ কদ্রিয় জাম মসজিদর খতিব মাওলানা আনিসুর রহমান আশরাফি, দনিয়া মাহাম্মদিয়া আনায়ারুল উলুম জাম মসজিদর খতিব মাওলানা হাদিউল ইসলাম, সাম্মীবাগ জাম মসজিদর খতিব মুফতী হুমায়ুন কবির আশকী।
মাদ্রাসার মুহতামিম হাফজ ক্বারী আবু হানিফর পরিচালনায় আরা উপস্থিত ছিলন বগম সুফিয়া শওকত কলজর প্রতিষ্ঠাতা ও সভাপতি সালাউদ্দিন আহম্মদ বাদল, হাজী এটারপ্রাইজর ম্যানজিং ডিরক্টর আবুল কালাম আজাদ, ঢাকা সিভিল অডিট অধিদপ্তরর অডিটর শাহাব উদ্দিন, ব্যবসায়ী বারহান উদ্দিন খদকার, হাফিজ উদ্দিন খাঁন, রুবল খাঁন জয়, মাহমুদ মুঞ্জুর মার্শদ, ইউপি সদস্য মনির মাল্লা, উপ-সহকারী পুলিশ পরিদর্শক সামছুদ্দাহা রাসলসহ এলাকার সাধারণ লাকজন মাদ্রাসার সকল শিক্ষক ও শিক্ষার্থীবদ।
মাহফিলর সার্বিক তত্ত্বাবধান ছিলন, রকিব উদ্দিন, আবু তাহর ও মাঃ নজরুল ইসলাম।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
error: ধন্যবাদ!