আরিফ গাজী।।
কুমিল্লার মুরাদনগর উপজেলায় প্রতিবছরের ন্যায় স্বপ্নচূড়া সমাজ সংঘের উদ্যোগে বিভিন্ন ধরনের বৃক্ষরোপন করা হয়েছে।
রবিবার “বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৩” এর অংশ হিসেবে উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের দড়ানিপাড়া – লাজৈর রোডে জারুল ও কৃষ্ণচূড়ার ২০০ টি চারা রোপণ করেছে সংগঠনের সদস্যরা।
জানা যায়, স্বপ্নচূড়া সমাজ সংঘ সংগঠনটি প্রতিবছর সংগঠনের সকল সদস্য ও এলাকাবাসীর সহযোগিতায় বর্ষা মৌসুমে ইউনিয়নের বিভিন্ন রাস্তায় বৃক্ষরোপণ করে আসছে। তারই ধারাবাহিকতায় দড়ানিপাড়া ও লাজৈর গ্ৰামের সংযোগকারী রাস্তাটিতে গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৩ পালন করেছে সংগঠনটি।
সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মতিউর রহমান সরকার দুখু বলেন, “দড়ানিপাড়া – লাজৈর রোডটি নতুন হয়েছে। এ রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় ২০০ থেকে ৩০০ জন লোক যাতায়াত করে। এ রোডে কোনো গাছ না থাকায় প্রচন্ড রোদে পথচারীদের চলতে অনেক কষ্ট হয়। তাই আমরা সংগঠনের উদ্যোগে আজকে এই রোডে ১০০ কৃষ্ণচূড়া ও ১০০ জারুল গাছের চারা রোপণ করছি। পাশাপাশি এলাকাবাসীকে বৃক্ষরোপণ সম্পর্কে সচেতন করার পাশাপাশি বাবুটিপাড়া ইউনিয়নকে একটি সবুজ ইউনিয়নে পরিণত করতে কাজ করে যাচ্ছি।”
এ সময় বৃক্ষরোপণ কর্মসূচিতে সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মোশারফ হোসেন মিশু, সদস্য বশির আহমেদ, তানভীর আহমেদ, রিয়াজুল ইসলাম, সিয়াম আহমেদ, ইসমাইল হোসেন, আবুল কাশেম, কামাল হোসেনসহ আরো অনেক স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করে।