মৃত্যু নয়, এবার করোনা থেকে সুস্থ হওয়ার রেকর্ড গড়ল ইতালি

প্রাণঘাতী করোনাভাইরাসের ধ্বংসযজ্ঞে ইতোমধ্যে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইউরোপের দেশ ইতালি। এখন পর্যন্ত (শুক্রবার দুপুর ১টা) দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ২৭ হাজার ৯৬৭ জনের। আর আক্রান্ত হয়েছে ২ লাখ ৫ হাজার ৪৬৩ জন।

চীন থেকে বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়ানোর পরপরই যে দেশটি সবচেয়ে বেশি বিপর্যয়ে পড়েছিল, সেটি হচ্ছে ইতালি। তবে দেশটিতে পরিস্থিতি দিন দিন ভালো হচ্ছে। প্রতিদিন সুস্থতা হওয়া মানুষের সংখ্যাও বাড়ছে নতুন রেকর্ড গড়ে।

দেশটিতে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭৫ হাজার ৯৪৫ জন। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৬৯৩ জন। যা দেশটিতে এখন পর্যন্ত একদিনের ব্যবধানে সর্বোচ্চ; রেকর্ড।

বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় একদিনে নতুন রেকর্ড ৪ হাজার ৬৯৩ জন মানুষ সুস্থ হওয়ার কথা জানায়। নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দেশটির নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি এ তথ্য দেন।

বিডি প্রতিদিন

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
error: ধন্যবাদ!