যুবকের হেপাটাইটিস বি পরীক্ষার রিপোর্টে এলো ‘অন্তঃসত্ত্বা’!

দাউদকান্দি প্রতিনিধি :

বিদেশ যাবেন। সেজন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘হেপাটাইটিস বি’ পরীক্ষার জন্য রক্তের নমুনা দিয়েছিলেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার বাসিন্দা সবুজ মিয়া (২৫)। তবে নমুনা পরীক্ষার প্রতিবেদনে যা এসেছে, তাতে বিব্রত ও ক্ষুব্ধ এই যুবক।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘তিনি অন্তঃসত্ত্বা’। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বৃহস্পতিবার (৩ মার্চ) তাকে এ প্রতিবেদন দেওয়া হয়।

এ বিষয়ে ক্ষুব্ধ সবুজ মিয়া বলেন, ‘লেখাপড়া শেষ করে পরিবারের আর্থিক উন্নতির জন্য বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এর অংশ হিসেবে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হেপাটাইটিস বি পরীক্ষার জন্য ১ মার্চ রক্তের নমুনা দেই। ৩ মার্চ পরীক্ষার ফলাফল দেওয়া হয়। ফলাফলের প্রতিবেদনে বলা হয় আমি নাকি ‘অন্তঃসত্ত্বা’! এখন পর্যন্ত সেটি সংশোধনের ব্যবস্থাও করা হয়নি।’

প্রতিবেদনে সই করেছেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনোলজিস্ট (ল্যাব) মো. মকবুল হোসেন। তিনি বলেন, ‘প্রচণ্ড ভিড়ের মধ্যে ভুল করে এমন প্রতিবেদন দেওয়া হয়েছে।’

এ বিষয়ে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌহিদ আল হাসান বলেন, ‘হেপাটাইটিস বি পরীক্ষা করতে গিয়ে কোনো ছেলের অন্তঃসত্ত্বা পজিটিভ রিপোর্ট আসার কথা নয়। প্রতিবেদনটি দেখে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
error: ধন্যবাদ!