আইন-শৃ্ঙ্খলা রক্ষায় যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা প্রস্তুত আছি মন্তব্য করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেছেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। সামনে জাতীয় নির্বাচন।
কেউ আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে।
শুক্রবার (৭ জুলাই) দুপুরে সুনামগঞ্জ পুলিশ লাইন্সে সুনামগঞ্জের ২০০ জন হতদরিদ্রের মধ্যে খাদ্য সহায়তা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ ইতোমধ্যে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও মামলা তদন্তের দায়িত্ব দীর্ঘদিন ধরে পেশাদারিত্বের সঙ্গে পালন করে আসছে। দেশ থেকে জঙ্গি দমনে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। সব মিলিয়ে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত আছে।
চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেন, নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের। পুলিশের দায়িত্ব আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের পূর্ব অভিজ্ঞতা আছে, সামর্থ্য আছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, প্রতিটি আইন-শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে। আইন-শৃ্ঙ্খলা রক্ষায় জনবল, প্রশিক্ষণ ও দক্ষতা সব বাংলাদেশ পুলিশের আছে। কেউ আইন-শৃঙ্খলা বিঘ্নের চেষ্টা করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
সুনামগঞ্জের পুলিশ সুপার মো. এহসান শাহের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাসের সঞ্চালনায় এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, সিলেট আর আর এফের কমান্ডেন্ট মো. হুমায়ুন কবীর, এপিবিএনের কমান্ডিং অফিসার খন্দকার ফরিদুল ইসলাম প্রমুখ।