রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে সাঈদ খোকনের বক্তব্য ভাইরাল

অনলাইন ডেস্ক :

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রথম মেয়র সাঈদ খোকন বলেছেন, ‘২/১ দিন আগে একজন প্রতিমন্ত্রী মহোদয়কে বলতে দেখলাম, আমি রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিয়ে দেবো। সংসদে তুলবো। ওনি এটা কি বললেন? আরে ভাই রাষ্ট্র তো অনেক বড় ব্যাপার, সতেরো কোটি মুসলমানের দেশ। ৯৫ শতাংশ মুসলমান। রাষ্ট্র তো অনেক দূরের ব্যাপার, সাহস থাকলে বলে না, আমি নিজেকে ইসলামের থেকে খারিজ করে দিলাম। কলিজার পাটা যদি থাকে বলেন, আমি ইসলাম মানি না।’

শনিবার (১৬ অক্টোবর) সকালে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সতর্ক করে সাবেক এই মেয়র বলেন, ‘ইসলাম থেকে নিজেকে ত্যাগ করে দেখেন ২ দিন মন্ত্রী থাকতে পারেন কিনা বাংলাদেশে! এমপি থাকতে পারেন কিনা!’

সাঈদ খোকনের প্রশ্ন, ‘ওরে ভাই, আপনি বাদ দিয়ে দিবেন, আপনি কি দলীয় ফোরামে আলোচনা করেছেন? আপনি একজন প্রতিমন্ত্রী, আপনি কি মন্ত্রীসভার বৈঠকে আলোচনা করেছেন? আপনি একজন সংসদ সদস্য, আপনি কি স্থায়ী কমিটিতে আলোচনা করেছেন? কোন ফোরামেই করেন নাই। বলে দিলেন, আমি রাষ্ট্রধর্ম ইসলাম মানি না, এটাকে বাদ। বড় বড় কথা বলেন। সরকারের অনুমতি নেন নি, দলের অনুমতি নেন নি, প্রধানমন্ত্রীর অনুমতি নেন নি। ফস করে একথা বলে দিলেন! এর দায় কি দল নিবে? সরকার নিবে?’

তিনি বলেন, ‘নিজেকে মুসলমান দাবি করেন, ইসলামের বিরুদ্ধে কথা বলবেন। মানুষ চিৎকার করলে বলবেন, মানুষ চেচামেচি করে! এটা কি রকম কথা? এটা কি মুসলমানের কাজ হলো? কোন মুসলমান এটা করতে পারে?’

তিনি আরও বলেন, ‘এদেরকেই আমি বলি, নামে মুসলমান, কিন্তু ইসলামবিরোধী মানুষ। এরা লুকিয়ে থাকে! বাপ-দাদা একটা নাম দিয়ে দিয়েছে মুসলমান, আর যত কথা আছে ইসলামের বিরুদ্ধে। তোমার ইসলাম ভালো না লাগে, ছেড়ে চলে যাও; কেউ তোমাকে বেঁধে রাখবে না। এদেশে কোটি কোটি মুসলমান আছে। দাবি করবা মুসলমান, ইসলামের বিরুদ্ধে কথা বলা; এটা আমরা মানবো না।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বক্তব্যের ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে শুরু হয়েছে তোলপাড়।

উল্লেখ্য, সম্প্রতি তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের সাক্ষাৎকারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে তাঁকে বলতে দেখা গেছে, ‘ইসলাম আমাদের রাষ্ট্রীয় ধর্ম না। এটা বিশ্বাস করি না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সংবিধান লিখে গেছেন, সেই সংবিধানই থাকবে। ……… এই বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ। বাহাত্তরের সংবিধানেই আমরা ফিরে যাবো।’ এই বক্তব্যের প্রেক্ষিতে সাঈদ খোকন এসব কথা বলেন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!