লাকসাম প্রতিনিধি :
লাকসামে উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রাজুর নেতৃত্বে প্রায় ৪০জন নেতাকর্মী এক শারিরীক প্রতিবন্ধীর জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন। গতকাল মঙ্গলবার লাকসাম পৌরসভার পাইকপাড়া এলাকার শারিরীক প্রতিবন্ধী ফয়েজের ৬০শতক জমিনের ধান কাটেন ছাত্রলীগ নেতারা। পরে কাটা ধানগুলো আঁটি বেঁধে বাড়িতেও পৌঁছে দেন। এতে এলাকায় সাধারণ মানুষের মাঝে উৎসাহ দেখা দেয়।
স্থানীয় কৃষক রমিজ উদ্দিন জানান, ওই প্রতিবন্ধী ফয়েজ দিনমজুর ছাড়া এ ধানগুলো কাটা অসম্ভব হয়ে পড়েছিল। কিন্তু দিনমজুর সংকটের কারণে তার জমিনের পাকা ধানগুলো মাঠেই রয়ে যায়, যদিও অন্যদের ধান কাটা প্রায় শেষ হয়ে গেছে। মঙ্গলবার দেখি প্রায় ৪০জন ছাত্র ধানগুলো কাটছে। শুনেছি ছাত্রগুলো নাকি সকলেই রোজা রেখে ফয়েজের জমিনের ধানগুলো কেটে দিয়েছে। এতে আমাদের মাঝে বেশ ভালো লেগেছে।
উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রাজু বলেন, আমাদের প্রাণপ্রিয় নেতা মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি মহোদয়ের নির্দেশে আমরা কৃষকের ধান কাটা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। খবর পেয়ে আমরা ওই প্রতিবন্ধীর জমিনের ধান কাটার জন্য আজ সকালে সবাই মাঠে নেমে ধান কেটে বাড়িতে পৌঁছে দিই।
এসময় উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা মিলন, রাফি, কাদের, ফাহিম, রুবেল, তুষার, স্বাধীন, রাজু, মান্না, সাকিব, তারেক প্রমুখ।