আকবর হোসেন।।
গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার লাকসাম উপজেলা, পৌরসভা ও মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে কেক কাটা অনুষ্ঠান ও আলোচনা সভা ও বিশাল ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে মনোহরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শামীম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কুমিল্লা জেলা পরিষদের সদস্য মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন হেলাল, উপজেলা যুবলীগের আহ্বায়ক দেওয়ান জসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি বেলায়েত হোসেন ইকবাল, আলী আরমান, আমজাদ হোসেন মানিক, নোমান মজুমদার, সাংগঠনিক সম্পাদক আবু জাহের রাহি, বাইশগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শিমুল খাঁন, সাধারণ সম্পাদক আজিম উদ্দিন বাহার, সরসপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বিপ্লব হোসেন,
সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল আলভি, হাসনাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম স্বপন, ঝলম উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান মিঠু, সাধারণ সম্পাদক রবিউল হোসেন, ঝলম দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন, মৈশাতুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. ফাহাদ হোসেন, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, লক্ষণপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাহাবুব আলম,
সাধারণ সম্পাদক জোনায়েদ হোসেন, খিলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিলন, উত্তর হাওলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরেফিন রুবেল, সাধারণ সম্পাদক আবদুল হান্নান পাটোয়ারী, নাথেরপেটুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শিব্বির আহমেদ, সাধারণ সম্পাদক তারেক আজিজ ভুঁইয়া, বিপুলাসার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিক আসলাম ইমনসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এদিকে লাকসাম উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের উদ্যোগে ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও বিশাল ছাত্র সমাবেশের আয়োজন করা হয়েছে। ছাত্র সমাবেশে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সালাহ উদ্দিন সানি, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তুষার, পৌরসভা ছাত্রলীগের সভাপতি সাইফ খান স্বাধীন, সাধারণ সম্পাদক কাউছার আহমেদ। অনুষ্ঠানে লাকসাম উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।