শিরোনাম :
লালমাইয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুগ্ম সম্পাদক কে ছাত্রলীগ হতে অব্যাহতি
- তারিখ : ০৪:০৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২
- / 438
নিজস্ব প্রতিবেদক :
সংগঠন বিরোধী কার্যকলাপ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংগঠন বর্হিভূত আচরণের দায়ে লালমাই উপজেলা ছাত্রলীগে আওতাধীন ভুলইন উত্তর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহেল কে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
শনিবার ১৭ জুলাই রাতে লালমাই উপজেলা ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, জামাত শিবিরের সাথে যোগসাজশ করার অভিযোগসহ সংগঠন বিরোধী একাধিক কার্যকলাপ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ বিষয়ে লালমাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান রাব্বি বলেন, উপজেলা ছাত্রলীগের জরুরি বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সাইফুল ইসলাম সোহেলকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।