লালমাই উপজেলায় নতুন করে আরো ৩ জনের করোনা পজিটিভ

মোঃ জয়নাল আবেদীন জয়:

২৭শে জুন শনিবার লালমাই উপজেলায় নতুন করে আরো ০৩ জন করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গেছে। গত ২০শে জুন, ২০২০ তারিখে লালমাই উপজেলায় সংগৃহীত নমুনার মধ্যে চারজনের কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে, এদের মধ্যে লালমাই থানার একজনের দ্বিতীয় নমুনার ফলাফলও পজিটিভ।

এছাড়া লালমাই থানার ০২ জন ও বাগমারা দক্ষিণের ০১ জন করোনাভাইরাস পজিটিভ।

করোনাপজিটিভ সনাক্ত ব্যক্তিরা হোম অাইসোলেশনে অাছেন।
তারা স্বাস্থ্য বিভাগের নিবিড় তত্বাবধানে অাছেন।

লালমাই উপজেলায় সংগৃহীত মোট ৪২১ টি নমুনার মধ্যে ৩৬০ জনের ফলাফল পাওয়া গেছে, বাকিদের রিপোর্ট অপেক্ষমাণ আছে।

সবার জন্য শুভকামনা রইলো।

এ নিয়ে লালমাই উপজেলায়
করোনাপজিটিভ সনাক্ত হয়েছেন ৪৫ জন।
মৃত্যু সংখ্যা দুজন, সুস্থ হয়েছেন ০৬ জন।

মনে রাখবেন স্বাস্থ্যবিধি মেনে না চললে এটা যে কারো হতে পারে।

অাতংকিত হবেন না, স্বাস্থ্যবিধি ও সরকারী নির্দেশনা মেনে চলুন। অন্যকেও মেনে চলতে পরামর্শ দিন।

সবাই ঘরের বাইরে বাধ্যতামূলক মাস্ক পরিধান করুন।
নিরাপদে থাকুন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!