মাজহারুল ইসলাম বাপ্পি।।
শামসুল আলম রিপন ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার (২১ ফেব্রুয়ারী ) দিনব্যাপি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদাতা নিবন্ধন কার্যক্রম কর্মসূচি কুমিল্লা মহানগরীর ২২নং ওয়ার্ডের পদুয়ার বাজার বিশ্বরোডস্থ মদিনা সুপার মার্কেটে অনুষ্ঠিত হয়।
প্রায় ৪’শ মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদাতা নিবন্ধন কার্যক্রম কর্মসূচির আওতায় সেবা প্রদান করেছে শামসুল আলম রিপন ফাউন্ডেশন। কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আজাদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামসুল আলম রিপন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও মহানগর যুবলীগ সদস্য দুলাল হোসেন অপু,শামসুল আলম রিপন ফাউন্ডেশনের উপদেষ্টা ও যুবলীগ নেতা জাফর হোসেন শিপন, শামসুল আলম রিপন ফাউন্ডেশনের উপদেষ্টা হানিফ মিয়া দুলাল,মুফতি ওমর ফারুক, ইকরাম হোসেন সুজন। শামসুল আলম রিপন ফাউন্ডেশনের সহ-সভাপতি ফারুক চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ নেতা শফিউল আজম শফি, জাকির হোসেন, জুয়েল মজুমদার, শামসুল আলম রিপন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ফখরুল আলম শিপন,সহ-সভাপতি পলাশ রানা,যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, নাঈম গাজী,অজয় ঘোষ,সাংগঠনিক সম্পাদক রাসেল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী এরশাদ , শাখাওয়াত হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কাউসার আলম রাব্বি,দপ্তর সম্পাদক ইউসুফ,কোষাধ্যক্ষ আবু ইউসুফ সিয়াম,সদস্য গাজী জুয়েল রানা, আল আমিন, নাজমুল সাকিব পিয়াস, আব্দুল কাইয়ুম, কিশোর পাল,মাহফুজ,অজয় ঘোষ, আল আমিন,তুষার,রিফাত,প্রান্ত,ইসমাইল, নিশাদ,সাব্বির সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শামসুল আলম রিপন কুমিল্লা মহানগরীর ২২নং ওয়ার্ড ছাত্রলীগের আহবায়ক এর দায়িত্ব পালন করেছেন। এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। রিপনকে স্বরণ রাখতে “শামসুল আলম রিপন ফাউন্ডেশন” এর মাধ্যমে মাদরাসা অসহায় ছাত্রদের কিতাব প্রদান,রক্তদান কর্মসূচি, এতিমদের খাওয়ানো ও শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শামসুল আলম রিপন ফাউন্ডেশন।