প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি আরিফুর রহমান ওরফে রঞ্জুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর ডিবি পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার।
ডিবি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার (২০ আগস্ট) বিশেষ অভিযান পরিচালনা করে ২০০২ সালে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আরিফুর রহমান ওরফে রঞ্জুকে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রঞ্জুর পিতা মৃত লুৎফর রহমান ও দাদা মৃত মাহবুবুর রহমান মহান স্বাধীনতা যুদ্ধে মুসলিম লীগের রাজনীতির সাথে জড়িত থেকে দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল বলেও জানা গেছে। রঞ্জু ১৯৯৩ সালে কলারোয়া সরকারি কলেজে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদলীয় নেতা থাকা অবস্থায় ২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরা জেলায় একটি অনুষ্ঠান শেষে ঢাকায় ফেরার পথে কলারোয়া থানা এলাকায় গ্রেফতারকৃত রঞ্জুর নেতৃত্বে প্রধানমন্ত্রীর গাড়ি বহরে হামলা হয়।
এ ঘটনায় রুজুকৃত মামলার তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত ৫০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০২১ সালের ৩ ফেব্রুয়ারি আদালত এ মামলার রায় ঘোষণা করেন। মামলার রায়ে আসামি রঞ্জুকে ১০ বছর কারাদণ্ডসহ অন্যান্য আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। ঘটনার পর থেকেই আসামি রঞ্জু পলাতক ছিল।