আরিফ গাজী :
‘রাজনীতিতে সবসময় কিছু টাউট-বাটপার আছে তাদের কোন যোগ্যতা নেই, তারা নেতাদের কাছে মিথ্যা কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করে মনে করে কিছু পয়সা পাওয়া যাবে। তারা যার কাছে যায় তাকেই বলে আপনার মাঠ অনেক সুন্দর আপনি দারাইলেই পাশ করবেন, এ ধরনের কথা বলা তাদের একটাই উদ্দেশ্য মাঠে বেশি নেতা থাকলে একটু মাল পানি বেশি কামানো যাবে। এগুলো বন্ধ করেন।
এবার আমরা খুব শক্ত অবস্থানে আছি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকেই মনোনয়ন দেবে আমরা তার কর্মী হয়ে ঝাঁপিয়ে পড়ে নৌকাকে বিজয়ী করব ইনশাল্লাহ।
কুমিল্লার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের নব-গঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, এফবিসিসিআইথর সাবেক সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ এ কথা বলেন।
বৃহস্পতিবার সকালে উপজেলার কবি নজরুল মিলনায়তনে এই পরিচিতি সভার আয়োজন করে উপজেলা আওয়ামীলীগ।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আবুল কালাম আজাদের সভাপতিত্বে অভিষেক সভায় প্রধান বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার হাছান চিনুর স ালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হানিফ সরকার, উপজেলা আথলীগের সহ-সভাপতি সৈয়দ আব্দুল কাইয়ুম খসরু, কামাল উদ্দিন ভিপি, মুন্সি মোসলেহ্ উদ্দিন, ফয়েজ উল্ল্যাহ, তারেক আবদুল্লাহ, উপজেলা আথলীগের যুগ্ম সাধারন সম্পাদক কাজী আবুল খায়ের, মোহাম্মদ ইসমাইল, উপজেলা আথলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সরকার ও আরিফুল ইসলাম সাহেদ, মহিলা বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আসমা বেগম রত্না প্রমূখ।
উল্লেখ্য, গত ২০ জানুয়ারী সোমবার কুমিল্লা উত্তর জেলা আথলীগের সভাপতি ম. রুহুল আমিন ও সাধারণ সম্পাদক রোশন আলী মাষ্টারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এড. আবুল কালাম আজাদকে সভাপতি ও গোলাম সারোয়ার হাসান চিনুকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।