করোনা সংক্রমণ রোধে যেসব জিনিস জীবাণুমুক্ত করা জরুরি

লাইফস্টাইল ডেস্ক :
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আমাদের সর্তক হওয়া প্রয়োজন। ঘরে দরজার হাতল ও সিঁড়ির রেলিং স্পর্শ করতেই হয়। সংক্রমণ রোধে এগুলো পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখা জরুরি।

যেসব জিনিস জীবাণুমুক্ত করতে হবে-

১. সারাসরি হাত দিয়ে দরজা না খোলাই ভালো। ডিসপোজেবল গ্লাভস পরে দরজার হাতল ও সিঁড়ির রেলিং স্পর্শ করুন।

২. ঘরের আরও বেশ কিছু জিনিস জীবাণুমুক্ত রাখতে হবে। এগুলো হলো- টেবিল, দরজার হাতল, ডেস্ক, কিচেনের কাউন্টারটপ, কিচেনের সিঙ্ক, বাথরুম, পানির কল। এসব জিনিস পরিষ্কারের জন্য সাবান ও পানি ব্যবহার করতে পারেন।

৩. হার্ড সারফেস পরিষ্কারের জন্য বাড়িতেই বানান ব্লিচ সলিউশন। এক লিটার পানিতে চার টেবিল চামচ ব্লিচ মেশান।

৪. ফোন, কি-বোর্ড, টিভির রিমোটে ওয়াইপেবল কভার লাগাতে পারেন। এছাড়া অ্যালকোহলযুক্ত ওয়াইপস বা স্প্রে ব্যবহার করুন।

৫ জামা-কাপড়, তোয়ালে এসব পরিষ্কারের ক্ষেত্রে ওয়াশিং মেশিনে সবচেয়ে ওয়ার্মেস্ট ওয়াটার সেটিং ব্যবহার করুন। আর এমনিতে পরিষ্কার করলে গরম পানিতে ভিজিয়ে রাখুন কিছুক্ষণ।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!