সদর দক্ষিণের জামমুড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক,সদর দক্ষিণ :

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নে প্রকল্প (তথ্য আপা) উদ্যোগে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের জামমুড়া গ্রামে ত্রিপুরা ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের নিয়ে উঠান বৈঠক ও মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার। সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু,সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার পুতুল। বক্তারা বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার জনবান্ধন ও উন্নয়নে বিশ্বাসী সরকার।

এ সরকারের আমলে ধর্ম বর্ণ নির্বিশেষে দেশে যে উন্নয়ন হয়েছে তা ইতিহাস বিরল। শেখ হাসিনার সরকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সহ সকল ধর্মের গৃহহীনদেরকে বাড়ি নির্মাণ করে দিয়ে বর্তমানে প্রশংসায় পঞ্চমুখ। বক্তারা আরো বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। তাই সকলে সন্তানদের সু-শিক্ষায় শিক্ষিত করতে হবে। মাদকের ভয়াভয় ছোবল থেকে পরিবার ও আশপাশের লোকজনকে বিরত রাখতে হবে। প্রয়োজনে প্রশাসনের সহযোগিতা নিয়ে হলেও মাদকের বিরুদ্ধে স্ব স্ব অবস্থান থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

এ সময় বিজয়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম খোকা ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান,উপজেলা তথ্য সেবা কর্মকর্তা ফারহানা আক্তার রুনা,তথ্য সেবা সহকারী রাহাত সুলতানা মজুমদার,উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক হাজী আব্দুল মমিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!