সদর দক্ষিণের রামপুরে একটি বাড়ি লকডাউন

নিজস্ব প্রতিবেদক।। দীর্ঘদিন পর কুমিল্লার বাহির থেকে আসা জ্বরে আক্রান্ত রোবেল নামের এক যুবকের বাড়ি লকডাউন করেছে প্রশাসন। রবিবার রাত সাড়ে দশটায় সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়নের দক্ষিণ রামপুর হাজী বাড়ির ওই বসতটি লকডাউন করা হয়। দক্ষিণ রামপুর গ্রামের বাসিন্দা ও সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের ক্রীড়া সম্পাদক মেজবাউজ্জামান উজ্জল জানান, করোনা ভাইরাসের সংক্রামন রোধে সারা দেশের মানুষ যখন হোম কোয়ারেন্টাইনে এবং পুরো কুমিল্লা জেলা লকডাউনে ঠিক ওই সময়ে সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ রামপুর গ্রামের হাজী বাড়ির রোবেল (৩০) নামে এক যুবক দুই মাস পর বিভিন্ন জেলায় ঘুরে জ্বরে আক্রান্ত হয়ে গ্রামে আসে।ওই যুবক প্রকাশ্যে ঘুরাফেরা করায় স্থানীয়রা তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য বললেও মানুষের কথায় সে কোন প্রকার কর্ণপাত না করে অসুস্থতা নিয়েই পুরো এলাকায় চষে বেড়ায়। বর্তমান পরিস্থিতিতে বিষয়টি পুরো এলাকা বাসির জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রশাসনকে বিষয়টি সম্পর্কে অবগত করা হয়। রবিবার রাত সাড়ে দশটায় সদর দক্ষিণ মডেল থানা পুলিশ রোবেল নামের ওই যুবকের বাড়িটি লকডাউন করে দেয়। আগামী দুই সপ্তাহ বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইন থাকারও নির্দেশনা দেয় প্রশাসন। ওই যুবকের লকডাউন নিশ্চিত হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে গ্রাম বাসির।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!