স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লায় জেলা জুড়ে দিন দিন বাড়ছে করোনা ভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। আজ রেকর্ডসংখ্যক করোনা শনাক্ত হয়েছে ৫৪৩ জনের। এর মধ্যে শহরেই শনাক্ত হয়েছে ২০৩ জনের। এছাড়াও আজ মৃত্যু হয়েছে ৮ জনের।
মঙ্গলবার (১৩ জুলাই) নতুন আক্রান্তদের মধ্যে- সিটি করপোরেশনে ২০৩ জন, আদর্শ সদরে ২৫ জন, সদর দক্ষিণে ১২ জন, বুড়িচংয়ে ১৮ জন, ব্রাহ্মণপাড়ায় ২০ জন, চান্দিনায় ২২ জন, চৌদ্দগ্রামে ৫৪ জন, দেবিদ্বারে ২৩ জন, দাউদকান্দিতে ২৭ জন, লাকসামে ২৯ জন, লালমাইয়ে ১৪ জন, নাঙ্গলকোটে ১৪ জন, বরুড়ায় ২৭ জন, মনোহরগঞ্জে ৩ জন, মুরাদনগরে ২০ জন, মেঘনায় ০ জন, তিতাসে ৭ জন ও হোমনায় ২৫ জন।
এ নিয়ে করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৩০ জনে। এছাড়াও একদিনে সুস্থ্য হয়ে উঠেছেন ৭০ জন।
মঙ্গলবার বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন মীর মোবারক হোসাইন।