সদর দক্ষিণে আব্দুল হাই বাবলু সহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা

মাজহারুল ইসলাম বাপ্পি।।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই বাবলুকে প্রধান আসামী করে মোট ৩৪ জনকে এজহার নামীয় এবং অজ্ঞাতনামা আরো ৪০/৫০ জনকে আসামী করে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কুমিল্লা সদর দক্ষিণের সুয়াগাজী বাজারে ২০২৩ সালের ১০ জুলাই সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর গাড়ি ভাঙচুরের ঘটনায় কোতয়ালী থানার কালিকাপুরের মৃত সিরাজুল হকের ছেলে জাকির হোসেন মানিক বাদী হয়ে বুধবার (২৮ আগস্ট) এই মামলা দায়ের করেন।

মামলার আসামীরা হলেন,১. মোঃ আব্দুল হাই বাবলু, সাবেক উপজেলা চেয়ারম্যান(৬২), পিতা-মৃত আনছার আলী স্থায়ী, গ্রাম-শাকতলা, থানা- কুমিল্লা সদর দক্ষিণ, জেলা-কুমিল্লা, ২. হাসমত উল্লাহ হাসু, চেয়ারম্যান ০৫ নং
জোড়কানন ইউপি (৬৫), পিতা-মৃত নোয়াব আলী স্থায়ী গ্রাম দড়িবটগ্রাম, থানা- কুমিল্লা সদর দক্ষিণ জেলা-কুমিল্লা, ৩. ইমরান হোসেন (২৮), সাবেক ছাত্রলীগ সভাপতি, ২৭নং ওয়ার্ড, পিতা- রুক মিয়া, স্থায়ী গ্রাম- রায়পুর, থানা- কুমিল্লা সদর দক্ষিণ জেলা কুমিল্লা, 8 মোঃ এমদাদ (৩৬), পিতা-মৃত আঃ মমিন স্থায়ী গ্রাম- রায়পুর, থানা-কুমিল্লা সদর দক্ষিণ জেলা কুমিল্লা, ৫ মোঃ আঃ খালেক (৬২), পিতা-মৃত ছায়েদ আলী, (কালিকাপুর), থানা- কুমিল্লা সদর দক্ষিণ জেল কুমিল্লা, ৬. মোঃ জামাল মেম্বার (৫৮), পিতা-মৃত সুরুজ মিয়া স্থায়ী গ্রাম দড়িরট গ্রাম (সাং-দড়িবটগ্রাম), থানা- কুমিল্লা সদর দক্ষিণ জেলা কুমিল্লা,

৭. মো: আবুল হাসান, সাবেক কাউন্সিলর ২৭নং ওয়ার্ড ৩৮), পিতা-আনু মিয়া স্থায়ী:(সাং-রায়পুর), থানা- কুমিল্লা সদর দক্ষিণ, জেলা-কুমিল্লা, ৮. মোঃ হোসেন (২৭), পিতা-আনু মিয়া স্থায়ী: গ্রাম- রায়পুর, থানা- কুমিল্লা সদর দক্ষিণ, জেলা- কুমিল্লা, ৯. মো: সাইফুল ইসলাম(২৮), পিতা-রুক মিয়া, স্থায়ী: গ্রাম- রায়পুর, থানা- কুমিল্লা সদর দক্ষিণ, জেলা কুমিল্লা, ১০ মিজানুর রহমান (৩৬), পিতা- আঃ গফুর বাবুচী স্থায়ী: গ্রাম- রায়পুর, থানা- কুমিল্লা সদর দক্ষিণ, জেলা কুমিল্লা, ১১. কাজী এমদাদ (৩২),পিতা কাজী নুরুল ইসলাম, স্থায়ী গ্রাম, মাটিয়ারা, থানা- কুমিল্লা সদর দক্ষিণ, জেলা-কুমিল্লা,

১২ সবুজ মিয়াজী(৩০), পিতা-আবিদ আলী, স্থায়ী- গ্রাম-মাটিয়ারা, থানা- কুমিল্লা সদর দক্ষিণ, জেলা কুমিল্লা,
১৩. মোঃ তোফায়েল মজুমদার (৫৮), পিতা-মৃত ফরিদ উদ্দীন মজুমদার, স্থায়ী গ্রাম, মাটিয়ারা,থানা- কুমিল্লা সদর দক্ষিণ, জেলা কুমিল্লা, ১৪. মোঃ রহিম স্বর্ণকার (৩৮), পিতা-মৃত বাচ্চু মিয়া স্থায়ী: গ্রাম- মাটিয়ারা, থানা- কুমিল্লা সদর দক্ষিণ, জেলা- কুমিল্লা, ১৫.  মোঃ জহির (৪৫), পিতা-মৃত হাসেম মিয়া, স্থায়ী গ্রাম, মাটিয়ারা, থানা-কুমিল্লা সদর দক্ষিণ, জেলা-কুমিল্লা, ১৬ কার্তিক চন্দ্র পাল(৩৬), পিতা- জিতেন্দ্র চন্দ্র পাল, স্থায়ী গ্রাম- মাটিয়ারা, না. কুমিল্লা সদর দক্ষিণ, কুমিল্লা,

১৭. মোঃ হানিফ (৫৮), পিতা- রহমান মোল্লা স্থায়ী গ্রাম, উলুর চর, থানা- কুমিল্লা সদর দক্ষিণ, জেলা কুমিল্লা, ১৮. জাফর (৪৫), পিতা- মমিন, স্থায়ী গ্রাম- ভাটপাড়া (ধনপুর),থানা- কুমিল্লা সদর দক্ষিণ, জেলা-কুমিল্লা, ১৯ জসিম উদ্দিন(৩৫), পিতা-সমত উল্ল্যাহ হাসু, স্থায়ী গ্রাম- দড়িটগ্রাম (সাং- দড়িবটগ্রাম), থানা- কুমিল্লা সদর দক্ষিণ, জেলা-কুমিল্লা, ২০. হুমায়ুন কবির (৫২), পিতা-মৃত সোনা মিয়া, স্থায়ী গ্রাম- দড়িবটগ্রাম, থানা- কুমিল্লা সদর দক্ষিণ জেলা কুমিল্লা, ২১. আঃ মমিন লিটন(৪২), পিতা-হাসমত উল্লাহ হাসু, স্থায়ী: গ্রাম- দড়িবটগ্রাম, থানা- কুমিল্লা সদর দক্ষিণ, জেলা- কুমিল্লা,

২২. মোঃ হানিফ মিয়া (৩৮), পিতা-হারুন মিয়া স্থায়ী: গ্রাম-উলুইন, থানা- কুমিল্লা সদর দক্ষিণ, জেলা-কুমিল্লা, ২৩. আঃ মতিন মোল্লা(৪৮), পিতা-জমির মোল্লা স্থায়ী, গ্রাম- তুলাতলী, থানা- কুমিল্লা সদর দক্ষিণ,জেলা কুমিল্লা, ২৪. ছাদেক মিয়া (৩৬), পিতা-নোয়ার মিয়া, স্থায়ী: গ্রাম- বানীপুর, থানা- কুমিল্লা সদর দক্ষিণ জেলা কুমিল্লা, ২৫. বাচ্‌চু মিয়া(৫০), পিতা ইব্রাহিম মোল্লা, স্থায়ী, গ্রাম- লালনগর, থানা-কুমিল্লা সদর দক্ষিণ, জেলা-কুমিল্লা, ২৬ দেলোয়ার হোসেন (৩৩), পিতা-আনোয়ার হোসেন প্রকাশ হোসেন, স্থায়ী গ্রাম- শাওড়াতলী, পশ্চিমপাড়া), থানা- কুমিল্লা সদর দক্ষিণ, জেলা-কুমিল্লা,

২৭. আঃ গনি (৪৫), পিতা-মৃত আলী আকব্বর স্থায়ী: গ্রাম- দড়িবটগ্রাম, থানা- কুমিল্লা সদর দক্ষিণ, জেলা কুমিল্লা, ২৮. আঃ মোতালেব লিটন মীর (৪০), পিতা-মৃত বারেক মাস্টার স্থায়ী: গ্রাম-কালিকাপুর, থানা- কুমিল্লা কোতয়ালী, জেলা কুমিল্লা, ২৯. মীর শরীফ(৩৫), পিতা-মৃত ফজল মীর স্থায়ী গ্রাম- কালিকাপুর (কাজীপাড়া), থানা- কুমিল্লা কোতয়ালী, জেলা-কুমিল্লা, ৩০ মীর বাবু (৩৪), পিতা-শামছু মীর, স্থায়ী: গ্রাম- কালিকাপুর (কাজীপাড়া), থানা- কুমিল্লা সদর দক্ষিণ, জেলা- কুমিল্লা, ৩১. ফিরোজ চৌধুরী (৬২), পিতা- বজলু চৌধুরী স্থায়ী গ্রাম- রামচন্দ্রপুর, থানা- কুমিল্লা কোতয়ালী, জেলা কুমিল্লা, ৩২  এরশাদ মজুমদার(৩৬), পিতা-ফজলুল হক, স্থায়ী: গ্রাম- কালিকাপুর, থানা- কুমিল্লা কোতয়ালী, জেলা কুমিল্লা,

৩৩. নিজামুল হায়দার শিপন (৪৮), পিতা-মৃত গোলাম সরোয়ার, স্থায়ী গ্রাম- বাঞ্চানগর, থানা-লক্ষ্মীপুর সদর, জেলা-লক্ষ্মীপুর, বর্তমান: গ্রাম- দড়িবটগ্রাম (জামাল মেম্বারের বাড়ীর ভাড়াটিয়া, থানা- কুমিল্লা সদর দক্ষিণ জেলা কুমিল্লা, ৩৪ কামাল উদ্দিন ভূঁইয়া (৪৫), পিতা- মোখলেছুর রহমান ড্রাইভার স্থায়ী: গ্রাম-বাঞ্চানগর, থানা- লক্ষ্মীপুর সদর,জেলা লক্ষ্মীপুর, এপি দড়িবটগ্রামের জামাল মেম্বারের বাড়ীর ভাড়াটিয়া), থানা-সদর দক্ষিণ মডেল,জেলা কুমিল্লা সহ অজ্ঞাতনামা ৪০/৫০ জন।

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর ভূইয়া এসডি নিউজ কে জানান, আসামী গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
error: ধন্যবাদ!