সদর দক্ষিণে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ,ভ্রাম্যমান আদালতে আড়াই লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক ।।

মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সারা বাংলাদেশের ন্যায় পুরো কুমিল্লা জেলার মানুষ যখন হোম কোয়ারেন্টাইনে,ঠিক তেমনি সময় চলছিল চল্লিশ উর্ধ্বে বয়সী এক পুরুষের সাথে নবম শ্রেণিতে পড়ুয়া চৌদ্দ বছরের অপ্রাপ্ত বয়সের এক স্কুল ছাত্রী বিয়ের আনুষ্ঠানিকতা। বিয়ের সকল প্রস্তুতি নিয়ে যথাসময়ে বর পক্ষের লোকজনও চলে এসেছে।

ইজাব-কবুল এর আগ মূহুর্তে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে হাজির। পুলিশ দেখে বিয়ে অনুষ্ঠানে আসা লোকজনের চারদিকে ছুটাছুটি। ঘটনাটি ঘটেছে কুমিল্লা সদর দক্ষিণের রামচন্দ্রপুর গ্রামে। জানা যায়, কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের কমলপুর হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী মিনা (ছদ্মনাম) কে জোড়পূর্বকভাবে কৌশলে স্থান পরিবর্তন করে তার বড় বোনের শ্বশুর বাড়ি বারপাড়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এনে বিয়ের সকল প্রস্তুতি গ্রহণ করে। ২০ এপ্রিল বরুড়া থানার সসুন্দা গ্রামের জামাল উদ্দিন এর সাথে বিয়ে দিন ধায্য করা হয়।

বাল্য বিয়ের খবর পেয়ে সোমবার দুপুরে সদর দক্ষিণ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তানজুমা পারভিন লুনা পুলিশ নিয়ে রামচন্দ্রপুর গ্রামে গিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান সেলিম আহম্মেদ এর উপস্থিতিতে বাল্য বিয়েটি বন্ধ করে দেয়।

এ সময় কনের মা,বর,বরের বোন ও চাচাকে আটক করে নিয়ে যায় সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। বাল্য বিয়ে নিরোধ আইন ২০১৭ এর (৭) ধারায় বর জসিম উদ্দিন কে ১ লক্ষ টাকা জরিমানা এবং বাল্য বিয়ে নিরোধ আইন ২০১৭ এর (৮) ধারায় কনের মা পারভিন কে ৫০ হাজার,বরের বোন নাজমা আক্তার কে ৫০ হাজার ও বরের চাচা আব্দুল মতিন কে ৫০ হাজার টাকা সহ মোট ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেন সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিয়া মোহাম্মাদ কেয়াম উদ্দিন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
error: ধন্যবাদ!