মাজহারুল ইসলাম বাপ্পি ।।
মহান বিজয় দিবসের ৫০ বছর পূর্তি উদযাপনের লক্ষ্যে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভা (১১ ডিসেম্বর) শনিবার বিকালে লালমাই বাজারস্থ সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সিদ্ধান্ত অনুযায়ী ১৬ ডিসেম্বর সকালে উপজেলার সাত ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ স্ব-স্ব ইউনিয়নে মহান বিজয় দিবস উদযাপন করবে এবং দুপুর তিনটায় সদর দক্ষিণ উপজেলা পরিষদ মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে উপস্থিত থাকবে।
এছাড়াও সংগঠনকে আরো শক্তিশালী করতে ডিসেম্বর মাস ব্যাপি উপজেলার প্রতিটি ইউনিয়নে আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে সমাবেশ করাও সিদ্ধান্ত হয়।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম সারওয়ার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহিম এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মমিন মজুমদার, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন কামাল, অর্থমন্ত্রীর পিও মোঃ মিজানুর রহমান,
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তফা হোসেন মজুমদার বাচ্চু, আব্দুল গফুর বিএসসি, এটিএম ইদ্রিস, হাসমত উল্লাহ হাসু চেয়ারম্যান, গোলাম জিলানী,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক, ফারুক চৌধুরী,মজিবুর রহমান রব, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন চৌধুরী, হুমায়ুন কবির, শাহাদাত হোসেন সেলিম,
দপ্তর সম্পাদক ডাঃ আমিনুল ইসলাম,আইন বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান (এলএলএম), প্রচার সম্পাদক জহিরুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক হাজী আব্দুল মমিন, চৌয়ারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আবুল কালাম আজাদ সোহাগ,বারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম আহম্মেদ, গলিয়ারা উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওবায়দুর রহমান, দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামাল উদ্দিন প্রধান। এ সময় পশ্চিম জোড়কানন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এম.এ করিম,
উপজেলা আওয়ামী লীগ সদস্য জামাল পোদ্দার, জাফর আহম্মেদ, মজিদ মেম্বার,পূর্ব জোড়কানন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মমতাজ খান, আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান, শাহ আলম, জেলা স্বেচ্ছাসেবকলীগ সদস্য খন্দকার সোহেল রেজা,সদর দক্ষিণ উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইকবাল হাসান তুহিন,লালমাই সরকারি কলেজ ছাত্রলীগ নেতা সোহাগ গাজীসহ দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।