মাজহারুল ইসলাম বাপ্পি :
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (৭ এপ্রিল) রাতে এ কমিটি ঘোষণা করা হয়। এতে আহবায়ক করা হয়েছে এডভোকেট আখতার হোসাইনকে। আর সদস্য সচিব করা হয়েছে ওমর ফারুক চৌধুরীকে।
৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন ও সদস্য সচিব ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। নতুন কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক হয়েছে মোঃ ইসমাইল মজুমদার।
এছাড়া সিদ্দিকুর রহমান সুরুজ,আহসান হাবিব দুলাল, মিনহাজ হোসেন শামিম, আমান উদ্দিন আহম্মেদ, নাদেরুজ্জামান খন্দকার সোহাগ, জালাল আহম্মেদ, খোরশেদ আলম আবাদ, তাজুল ইসলাম তাজু, হারুনুর রশিদ মজুমদার ও শাহ আলম যুগ্ম আহবায়ক পদ পেয়েছেন।
আহবায়ক কমিটিতে সদস্য করা হয়েছে বেগম রাবেয়া চৌধুরী (সাবেক এমপি), মনিরুল হক চৌধুরী (সাবেক এমপি),
আব্দুল্লাহ আল মুহিত (শাহজাহান মজুমদার), হাজী সিদ্দিকুর রহমান, মাহবুব চৌধুরী, মোস্তফা মোরশেদ আহম্মেদ চৌধুরী, আব্দুল লতিফ,
মমিনুল হক মমিন, ডাঃ ইয়াছিন মিয়া, আছমত আলী মেম্বার, মাসুদুর রহমান মজুমদার, সফিকুজ্জামান চৌধুরী, আবু সাঈদ বাবুল, অধ্যাপক জামাল উদ্দিন, কামরুল হাসান মজুমদার, দিদারুল আলম মজুমদার রুবেল,সফিকুর রহমান মজুমদার ও মোঃ জাকির হোসেন।