সব জায়গায় অর্জন দেখতে পাচ্ছেন অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক।।

দেশের সব জায়গায় অর্জন দেখতে পাচ্ছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ‘করোনা পরিস্থিতিতে সারা বিশ্বের অবস্থা খারাপ ছিল। কিন্তু আমাদের অর্থনীতি নিম্নমুখী হয়নি। সব সময় গতিশীল ছিল, প্রবৃদ্ধিও ভালো ছিল। সে জন্য সারা বিশ্বের কাছে আমরা সমাদৃত হয়েছি।

আজ বৃহস্পতিবার ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

অন্য দেশের অর্থনীতিতে প্রবৃদ্ধি কমে গেলেও আমাদের অর্থনীতির এত উন্নতি কীভাবে হলো? এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘কেউ কেউ বলবেন, হয়তো আমাদের মূল্যায়ন ঠিক হয়নি, বেশি দেখিয়েছি। কিন্তু আমাদের যে অর্জন, তা তো দেখতে পাচ্ছেন। সব জায়গায় অর্জন দেখতে পাচ্ছি। আপনারা যদি কোনো অর্জন না দেখেন, তো বলতে পারেন।’

অর্থমন্ত্রী বলেন, ‘যখন সারা বিশ্বে একদম খারাপ অবস্থা ছিল, তখনো আমরা বেশ ভালো ছিলাম। রাজস্ব আয় ১৫ শতাংশ বেড়েছে এবং রপ্তানি বাণিজ্যে ৩০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এ ছাড়া দেশে মূল্যস্ফীতি হয়নি এবং বৈদেশিক মুদ্রা বিনিময়ের হারও স্থিতিশীল ছিল। প্রণোদনা দেওয়ায় প্রবাসী আয়ের প্রবাহ বেড়েছে ৩৬ শতাংশ।’

গত ২০২০–২১ অর্থবছরের মোট দেশজ উৎপাদন (জিডিপি) এবং মাথাপিছু আয়ের চূড়ান্ত হিসাব প্রকাশিত হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘এগুলো নির্ধারিত হয় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত হিসাব পদ্ধতি অনুসরণ করে। অন্যান্য দেশও একই পদ্ধতি অনুসরণ করে থাকে। অন্য কোনো পদ্ধতি অনুসরণ করেছি কি না, তা দেখুন।’
‘আমাদের কেন বাড়ল, তা এখানে বলতে পারি না, বলব না’—এ কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এ বিষয়ে পরিকল্পনামন্ত্রী (এম এ মান্নান) এরই মধ্যে ব্যাখ্যা দিয়েছেন। বিশদভাবে জেনেই তুলে ধরেছেন সব।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!