সরকারি ন্যায্যমূল্যের ৬৫ বস্তা চালসহ আটক ৩

স্টাফ রিপোর্টার:

সিরাজগঞ্জের রায়গঞ্জে সরকারি ন্যায্যমূল্যের (ফেয়ার প্রাইজ) ১০ টাকা কেজির ৬৫ বস্তা চাল কালোবাজারে বিক্রির অপরাধে তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের বহনকরা নসিমন গাড়িটিও জব্দ করা হয়েছে।

জানা যায়, উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের হাসিল গ্রামের ডিলার নুরুল ইসলাম গত ৫ এপ্রিল চাদাইকোনা খাদ্য গুদাম থেকে ১৮ টন ৯০ কেজি ফেয়ার প্রাইজের চাল উত্তোলন করে। উল্লেখিত চাল গত ৭ এপ্রিল বিতরণ দেখানো হয়।

বুধবার দুপুরে উল্লেখিত কিছু চাল নসিমনযোগে চাদাইকোনায় কালোবাজারে বিক্রির উদ্দেশ্য নিয়ে যাওয়ার পথে ষোলমাইল এলাকায় রায়গঞ্জ থানার এস.আই মেহেদী মােস্তাক ৬৫ বস্তা ফেয়ার প্রাইজের চালসহ, ডিলার নূরুল ইসলামের ছেলে মোজাফফর হোসেন (৩৫), চালক শাজাহান (৪০) ও শফিকুল ইসলাম (৩০) কে আটক করে। তাদেরকে অভিযুক্ত করে রায়গঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার পরপরই ডিলার নূরুল ইসলাম গা ঢাকা দিয়েছে। রায়গঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম ৬৫ বস্তা চালসহ তিনজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!