সারাদেশে ব্যাটারিচালিত থ্রি হুইলার বন্ধের নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক :

সারাদেশে ৪০ লাখ এসিড ব্যাটারি চালিত থ্রি হুইলার বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এগুলো আমদানি ও ক্রয়-বিক্রয়ে নিষেধাজ্ঞাও দিয়েছেন আদালত।

বুধবার (১৫ ডিসেম্বর) বিচারপতি মামনুন রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন। এসব ইজিবাইক পরিবেশ ও মানবদেহের জন্য ক্ষতিকর হওয়া রিট করেন আইনজীবী আতিক তৌহিদুল ইসলাম। রিটে শিল্প সচিব, সড়ক পরিবহন সচিব, পরিবেশ সচিবসহ ৭ জনকে বিবাদী করা হয়।

রিটে উল্লেখ করা হয়, পরিবেশের জন্য ক্ষতিকর এই এসিড ব্যাটারির সীসা ফসলেরও ক্ষতি করছে। এছাড়া বিভিন্ন সময়ে সড়ক মহাসড়কে নানা দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে এসব থ্রি হুইলার। দুর্ঘটনার পর এসিড চালিত ব্যাটারি হবার কারণে এসব যানবাহন আরও বাড়তি ঝুঁকি তৈরি করছে। আর এই ইজিবাইকগুলোর বড় একটি অংশ অবৈধ বিদ্যুৎ সংযোগ থেকে চার্জ দেয়ায় সরকার ট্যাক্সই বঞ্চিত হচ্ছে বলেও উল্লেখ করা হয়।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!