সার্কেল এএসপি ইমরুল হাসানের নেতৃত্বে নিমসার বাজারে হাইওয়ে পুলিশের উচ্ছেদ অভিযান

প্রেস বিজ্ঞপ্তি।।

মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন ও দুর্ঘটনা প্রতিরোধে হাইওয়ে পুলিশ, কুমিল্লা সার্কেলের তত্ত্বাবধানে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসির উপস্থিতিতে শুক্রবার নিমসার বাজার মহাসড়কের পাশে বিদ্যমান অস্থায়ী দোকানপাট সরিয়ে দেওয়া হয়।

সার্কেল এএসপি মোঃ ইমরুল হাসান বলেন, হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন এর সুযোগ্য পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ স্যারের নির্দেশনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক নিরাপদ ও দুর্ঘটনা মুক্ত রাখার জন্য কুমিল্লা হাইওয়ে পুলিশ সদা তৎপর।

মহাসড়কের জায়গা দখল করে যে সব স্থাপনা গড়ে উঠেছে অচিরেই সেসবের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।

সরেজমিনে দেখা যায়, নিমসার বাজার মহাসড়কের মাঝখানে বিশাল অংশ জুড়ে কিছু অবৈধ স্থাপনা গড়ে উঠেছে।

এছাড়াও বাজারের মাঝ বরাবর অননুমোদিত অংশ দিয়ে এপার থেকে বিভিন্ন ধরনের যানবাহন ওপারে যাতায়াত করছে। ফলে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।

এ দুর্ঘটনা রোধে সড়কের ওই অংশ যাতে ব্যবহার করতে না পারে সে বিষয়ে বিশেষ উদ্যোগ নিতে হবে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!