প্রেস বিজ্ঞপ্তি।।
কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠনের ব্যবস্থাপনায় সিলেট সুনামগঞ্জ এলাকায় বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে একটি কাফেলা সেখানে উপস্থিত হয়। কাফেলার আমির ছিলেন কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠনের মহানগর কমিটির সংগ্রামী সেক্রেটারি মুফতি মনিরুল ইসলাম কাসেমী। আরও উপস্থিত ছিলেন ইকরাম মাদ্রাসার পরিচালক সংগঠনের সদস্য জনাব হযরত মাওলানা হাফেজ ফরিদ আহমদ সহকারী সংগঠনিক সম্পাদক মুফতি সালমান বিন মনিরুজ্জামান ও মুফতি নাঈমুল ইসলাম মুফতি ওমর ফারুক মাওলানা হাবিবুর রহমান মাওলানা নাসির আহমদ মাওলানা আহসানুল্লাহ ।
মুফতি মনিরুল ইসলাম কাসেমী সাহেব মানুষের সমবেদনা জ্ঞাপন করে তাদের হাতে প্রয়োজনীয় খাদ্য হস্তান্তর করেন এবং এলাকার প্রায় একশত ইমাম মুয়াজ্জিনের হাতে নগদ অর্থ প্রদান করেন। পরিশেষে সিলেট বানভাসিদের সুন্দর পরিবেশের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করেন যেন ও দূর্যোগ থেকে বেঁচে অতি তাড়াতাড়ি মানুষ আপন অবস্থায় ফিরে যেতে পারে।