রোহিঙ্গাদের নিয়ে অবৈধভাবে মালয়েশিয়া যাবার পথে টেকনাফের সেন্টমার্টিনে একটি ট্রলারডুবে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার হয়েছে ৪০ জন।
কোস্ট গার্ড জানিয়েছে, গতরাতে সেন্টমার্টিন্সের দুই কিলোমিটার পশ্চিমে ১২০ রোহিঙ্গা নিয়ে একটি মালয়েশিয়াগামী একটি ট্রলার বিকল হয়ে পড়ে। সেখানেই ধীরে ধীরে পানিতে ডুবে যায় ট্রলারটি। বিভিন্ন মাধ্যমের খবর, নিহত হয়েছেন ২০ জন।
এরইমধ্যে ১১ জনের মরদেহ আনা হয়েছে সেন্টমার্টিন দ্বীপে। জীবিত উদ্ধার করা হয় ৬০ জন রোহিঙ্গাকে। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। তাদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।